Monday, April 29, 2024
spot_img
Homeরাজ্যঅনলাইন মনোনয়ন ব্যবস্থার চালুর আবেদন জানিয়ে কমিশনকে চিঠি বিজেপির

অনলাইন মনোনয়ন ব্যবস্থার চালুর আবেদন জানিয়ে কমিশনকে চিঠি বিজেপির

স্টাফ রিপোর্টার: বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তবে পঞ্চায়েত নির্বাচনে শাসক দল ‘সন্ত্রাস’ করবে।এমন আশঙ্কা প্রকাশ করেছেন গেরুয়া শিবিরের নেতারা। বিজেপি নেতাদের অভিযোগ, বিগত দিনে যে ভাবে শাসক দল গায়ের জোরে মনোনয়নপত্র পর্যন্ত জমা দিতে দেয়নি, হিংসার বাতাবরণ তৈরি করে পঞ্চায়েত লুঠ করেছে এবারও একই রকম ভাবে শাসক দল বিরোধীদের ঠেকাতে নানান কৌশল নিচ্ছে।

অনলাইন মনোনয়ন ব্যবস্থার চালুর আবেদন জানিয়ে কমিশনকে চিঠি বিজেপির

সেই জায়গা থেকে দাঁড়িয়েই রাজ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে মনোনয়ন পত্র জমা দেওয়ার ক্ষেত্রে অনলাইন ব্যবস্থা চালু করার আবেদন বিজেপির। পাশাপাশি, রাজ্য নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে বিজেপির এও আবেদন, রাজ্যে আসন্ন যে পঞ্চায়েত নির্বাচন হবে,

অনলাইন মনোনয়ন ব্যবস্থার চালুর আবেদন জানিয়ে কমিশনকে চিঠি বিজেপির

সেই নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করতে হবে। বুধবার রাজ্য নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে বিজেপি নেতৃত্ব উল্লেখ করেছে, ইমেল, হোয়াটস অ্যাপ কিম্বা অন্য কোনও ই-মাধ্যমে মনোনয়নপত্র জমা নেওয়ার ব্যবস্থা করতে হবে।

Most Popular