Saturday, April 27, 2024
spot_img
Homeদেশ২০২৪-এ ভোটের আগে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে অযোধ্যার রামমন্দির

২০২৪-এ ভোটের আগে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে অযোধ্যার রামমন্দির

সংবাদ সংস্থা: ২০২৪-এর জানুয়ারির মধ্যেই ভক্তদের জন্য খুলে দেওয়া হবে অযোধ্যার রামমন্দির। নির্মিয়মাণ মন্দিরে রামলালার মূর্তি স্থাপন করার পর মন্দিরের দরজা খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন রামমন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই।

২০২৪-এ ভোটের আগে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে অযোধ্যার রামমন্দির

ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত বলেন, ‘‘ভক্তদের দর্শনের জন্য ২০২৪-এর জানুয়ারি থেকেই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। তার আগে মূল কাজ রামলালার মূর্তি মূল মন্দিরে স্থাপন করা। মকর সংক্রান্তির দিন রামলালার মূর্তি স্থাপন করার পরিকল্পনা রয়েছে।’’ চম্পত জানিয়েছেন, আগামী বছর ডিসেম্বরের মধ্যে মন্দিরের প্রথম তল সম্পূর্ণ তৈরি হয়ে যাবে।

২০২৪-এ ভোটের আগে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে অযোধ্যার রামমন্দির

২০২৪-এর ১৪ জানুয়ারি রামলালার মূর্তি স্থাপিত হবে মূল মন্দিরে। চম্পত বলেন, ‘‘রামমন্দির তৈরির জন্য ১৮০০ কোটি টাকা খরচ হবে বলে মনে করা হচ্ছে। তবে মন্দির চত্বরে আরও একাধিক দেবদেবীর মূর্তি এবং মন্দির থাকবে।’’

Most Popular