Thursday, May 2, 2024
spot_img
HomeUncategorizedটি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলার নিরিখে ধোনিকে টপকে গেলেন রোহিত

টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলার নিরিখে ধোনিকে টপকে গেলেন রোহিত

সংবাদ সংস্থা : সুরেশ রায়না, বিরাট কোহলি ও যুবরাজ সিংকে আগেই টপকে গিয়েছিলেন, এবার এমএস ধোনিকে টপকালেন রোহিত শর্মা। পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার বিচারে মাহিকে টপকে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। বর্তমানে ভারতের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক ম্যাচে মাঠে নেমেছেন রোহিত শর্মা।

টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলার নিরিখে ধোনিকে টপকে গেলেন রোহিত

এখনও পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে ৩৪টি ম্যাচে মাঠে নেমেছেন রোহিত শর্মা।এই তালিকায় দুই নম্বরে রয়েছেন এসএস ধোনি। মাহি ৩৩টি টি টোয়েন্টি ম্যাচে ভারতের জার্সিতে খেলতে নেমেছিলেন। সেই তালিকায় তিন নম্বরে রয়েছেন যুবরাজ সিং।

টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলার নিরিখে ধোনিকে টপকে গেলেন রোহিত

যুবি মোট ৩১টি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জার্সি পড়ে মাঠে নেমেছিলেন। এই তালিকায় সুরেশ রায়না রয়েছেন চার নম্বরে। বিরাট কোহলি রয়েছেন পাঁচ নম্বরে। রবিন্দ্র জাদেজাও এই তালিকায় বিরাট কোহলির সঙ্গে একই তালিকায় রয়েছেন।

Most Popular