Sunday, May 5, 2024
spot_img
Homeরাজ্যরাজ্যে আরও ১৫ হাজার শিক্ষক নিয়োগ

রাজ্যে আরও ১৫ হাজার শিক্ষক নিয়োগ

স্টাফ রিপোর্টার: যাঁরা যোগ্য, কিন্তু বঞ্চিত হয়েছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এরকম এসএসসি-র প্রত্যেক চাকরিপ্রার্থীকে নিয়োগ করতে প্রস্তুত রাজ্য সরকার৷ তার জন্য শূন্যপদও তৈরি করা হয়েছে৷ ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভা এই শূন্যপদ তৈরির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷

রাজ্যে আরও ১৫ হাজার শিক্ষক নিয়োগ

মঙ্গলবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠকে ব্রাত্য দাবি করেন, আদালতের নির্দেশ মতো যাবতীয় কাজ করতে প্রস্তুত আছে। আদালতের মতোই রাজ্য সরকারও চায় যে দ্রুত নিয়োগ সংক্রান্ত যাবতীয় জটিলতা কেটে যাক এবং যোগ্য প্রার্থীদের হাতে চাকরি তুলে নেওয়া হোক। শুধু তাই নয়, আদালত নির্দেশ দিলে ‘ব্যতিক্রমীভাবে’ (বেআইনিভাবে) যাঁরা চাকরি পেয়েছেন,

রাজ্যে আরও ১৫ হাজার শিক্ষক নিয়োগ

তাঁদের চাকরি কেড়ে নিতে রাজি রাজ্য সরকার। যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হবে। যোগ্য প্রার্থীরাও বঞ্চনার শিকার হোক, সেটাও চান না মুখ্যমন্ত্রী। সেজন্য নয়া পদ তৈরি করে দ্রুত নিয়োগের চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য।তিনি জানিয়েছেন, এই নিয়োগের জন্য মোট ১৪ হাজার ৯৭৭ পদ তৈরি করা হচ্ছে।

রাজ্যে আরও ১৫ হাজার শিক্ষক নিয়োগ

এর মধ্যে ৬হাজার ৮৬১ পদ ইতিমধ্যেই তৈরি হয়েছে। বাকি ৯ হাজার ৭১৬টি পদ তৈরি করতে হবে। এই ঘোষণার পাশাপাশি চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের প্রতি আন্দোলন প্রত্যাহারেরও আর্জি জানিয়েছেন ব্রাত্য।

Most Popular