Sunday, April 28, 2024
spot_img
Homeবিদেশবিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকাকে ছাড়পত্র

বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকাকে ছাড়পত্র

সংবাদ সংস্থা : বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকাকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও প্রাথমিকভাবে আফ্রিকা মহাদেশের ৩টি দেশে এই টিকার ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঘানা, কেনিয়া ও মালওয়াই- আপাতত ম্যালেরিয়ার টিকাকরণ হবে আফ্রিকা মহাদেশের এই ৩ দেশে।

বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকাকে ছাড়পত্র

এই টিকা তৈরির পিছনে বিরাট অবদান রয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের। নয়া এই ম্যালেরিয়ার টিকার নাম মসকুইরিক্স। টিকা বিক্রি করছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন নামে এক সংস্থা। টিকার ৪টি ডোজ। ম্যালেরিয়ার বিরুদ্ধে যুদ্ধে এই টিকাকে ‘ঐতিহাসিক’ পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে হু।

বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকাকে ছাড়পত্র

যদিও একদল বিশেষজ্ঞের মতে এই টিকা এখনও ৫০ শতাংশও কার্যকরী নয়। তবে তাতেও ম্যালেরিয়ায় মৃত্যু হার কমবে বলে আশাবাদী হু।

Most Popular