Sunday, April 28, 2024
spot_img
Homeবিদেশশ্রীলঙ্কাকে বাঁচাতে সব রকমের চেষ্টাই করেছি, পদত্যাগের চিঠিতে সাফাই গোতাবায়ার

শ্রীলঙ্কাকে বাঁচাতে সব রকমের চেষ্টাই করেছি, পদত্যাগের চিঠিতে সাফাই গোতাবায়ার

সংবাদ সংস্থা : আর্থিক সংকটে শ্রীলঙ্কা ছেড়েছেন রাষ্ট্রপতি গোতবায়া রাজাপক্ষে।রাষ্ট্রপতি পদত্যাগ করলেও শ্রীলঙ্কার আর্থিক পরিস্থিতির কোনও উন্নতি নেই। জ্বালানির অভাবে ধুঁকছে দ্বীপরাষ্ট্রটি। পেট্রল পাম্পের সামনে লম্বা লাইন আমজনতার। এদিকে আকাশ ছুঁয়েছে বাজারমূল্য। দ্বীপরাষ্ট্রের এমন পরিস্থিতির জন্য আঙুল উঠছে প্রাক্তন রাষ্ট্রপতির দিকেই।

শ্রীলঙ্কাকে বাঁচাতে সব রকমের চেষ্টাই করেছি, পদত্যাগের চিঠিতে সাফাই গোতাবায়ার

এমন পরিস্থিতিতে নিজের ইস্তফাপত্রে সাফাই দিলেন গোতাবায়া রাজাপক্ষে।রাজাপক্ষ তাঁর পদত্যাগের চিঠিতে জানান, ‘শ্রীলঙ্কার আর্থিক সঙ্কটের মূল ছিল কয়েক বছরের অর্থনৈতিক অব্যবস্থাপনা যা তাঁর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে থেকে চলেছে।

শ্রীলঙ্কাকে বাঁচাতে সব রকমের চেষ্টাই করেছি, পদত্যাগের চিঠিতে সাফাই গোতাবায়ার

কোভিড-১৯ মহামারী শ্রীলঙ্কায় পর্যটকদের আগমন এবং বিদেশের কর্মীদের কাছ থেকে অর্থের জোগানকে ব্যাপকভাবে হ্রাস করেছিল। এটি আমার ব্যক্তিগত বিশ্বাস যে দেশের জন্য নিজের সাধ্যমতো সব করেছি। ভবিষ্যতেও একইভাবে কাজ করে যাব।’

Most Popular