Sunday, April 28, 2024
spot_img
Homeদেশভয়াবহ বৃষ্টিতে মুম্বইয়ে সতর্কতা, বন্যা পরিস্থিতি গুজরাটে, মৃত ৭

ভয়াবহ বৃষ্টিতে মুম্বইয়ে সতর্কতা, বন্যা পরিস্থিতি গুজরাটে, মৃত ৭

সংবাদ সংস্থা: টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিতে বানভাসি অবস্থা গুজরাটের। চারিদিকে জল থইথই। ভারী বৃষ্টির জেরে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি । ইতিমধ্যে মোদী রাজ্যে বন্যায় সাত জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে গুজরাটের অধিকাংশ নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে।

ভয়াবহ বৃষ্টিতে মুম্বইয়ে সতর্কতা, বন্যা পরিস্থিতি গুজরাটে, মৃত ৭

উপছে পড়েছে জলধারগুলি। রাজ্যের বহু এলাকা জলের তলায়। এরই মধ্যে আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এখনই বৃষ্টির হাত থেকে গুজরাটবাসীর নিস্তার নেই বলেই খবর হাওয়া অফিস সূত্রে। আগামী পাঁচ দিন রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

ভয়াবহ বৃষ্টিতে মুম্বইয়ে সতর্কতা, বন্যা পরিস্থিতি গুজরাটে, মৃত ৭

শুধু গুজরাট নয়, বৃষ্টির জেরে নতুন করে পরিস্থিতির অবনতি হয়েছে মহারাষ্ট্রেও। মাঝে কয়েক দিন বৃষ্টির তেজ কমলেও, সোমবার রাত থেকে ফের শুরু হয়েছে বৃষ্টি। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

ভয়াবহ বৃষ্টিতে মুম্বইয়ে সতর্কতা, বন্যা পরিস্থিতি গুজরাটে, মৃত ৭

ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪ জুলাই পর্যন্ত মুম্বই ও থানে-তে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Most Popular