Saturday, April 27, 2024
spot_img
Homeবিদেশবিপুল ভোটে জয়ী প্রয়াত শিনজো আবের দল এলডিপি

বিপুল ভোটে জয়ী প্রয়াত শিনজো আবের দল এলডিপি

সংবাদ সংস্থা: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকে ‘গণতন্ত্রের উপর আঘাত’ বলে অভিহিত করেছে জাপানের সকল রাজনৈতিক দল। সেই কারণেই দেশবাসীকে ভোট দিতে অনুরোধ করেছিলেন দেশের নেতারা। তাঁদের ডাকে সাড়া দিয়ে রবিবার সাধারণ নাগরিকরা নির্বাচনে অংশ নেন।

বিপুল ভোটে জয়ী প্রয়াত শিনজো আবের দল এলডিপি

সোমবার ভোটের ফল প্রকাশের পরে দেখা যায়, প্রত্যাশা মতোই সংসদের উচ্চকক্ষে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়েছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি। ১২৫ টি আসনের মধ্যে এলডিপি ও তাদের শরিক দল কোমেইতো পেয়েছে ৭৬ টি আসন।নির্বাচনের আগে সমীক্ষায় দেখা গিয়েছিল, ফের জয় পেতে চলেছেন বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

বিপুল ভোটে জয়ী প্রয়াত শিনজো আবের দল এলডিপি

কিন্তু শিনজো আবের হত্যার পরে দেশবাসীর সহানুভূতিও পেয়েছে ক্ষমতাসীন দল এলডিপি। সব মিলিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছে এলডিপি ও তাদের শরিক দল কোমেইতো।জাপানের সংবিধান অনুযায়ী, সংসদের উচ্চকক্ষের গুরুত্ব নেই সেভাবে।

বিপুল ভোটে জয়ী প্রয়াত শিনজো আবের দল এলডিপি

কিন্তু এই জয়ের ফলে সরকারি নীতি নির্ধারণে সুবিধা পাবেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বিশেষ নীতি নির্ধারণ করতে সংসদের দুই কক্ষের সম্মতি লাগে। সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে উচ্চকক্ষে বিরোধিতার সামনে পড়তে হবে না তাঁকে।

Most Popular