Sunday, April 28, 2024
spot_img
Homeদেশ১০৫ ঘণ্টায় ৭৫ কিমি জাতীয় সড়ক নির্মাণ করে গিনেস বুকে নাম তুলল...

১০৫ ঘণ্টায় ৭৫ কিমি জাতীয় সড়ক নির্মাণ করে গিনেস বুকে নাম তুলল ভারত

সংবাদ সংস্থা : একেবারে রেকর্ড সময়ের মধ্যে জাতীয় সড়ক নির্মাণ। আর চমকে দেওয়া এই কাজে এবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল জাতীয় সড়ক কর্তৃপক্ষ।জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে খবর, মহারাষ্ট্রের অমরাবতী থেকে আকোলা পর্যন্ত ৫৩ নম্বর জাতীয় সড়কের ৭৫ কিমি অংশটি তৈরি করার জন্য নির্দিষ্ট সময় ধার্য্য করা হয়েছিল।

১০৫ ঘণ্টায় ৭৫ কিমি জাতীয় সড়ক নির্মাণ করে গিনেস বুকে নাম তুলল ভারত

৩ জুন সকাল ৭টা ২৭ মিনিট থেকে কাজ শুরু হয়েছিল। ৭ জুন বিকাল ৫টায় কাজ শেষ করা হয়েছে।কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীশ গড়কড়ি এনিয়ে উচ্ছসিত। মন্ত্রী জানিয়েছেন, ১০৫ ঘণ্টা ৩৩ মিনিটের রেকর্ড সময়ে রাস্তার কাজ শেষ হয়েছে। গোটা দেশের জন্য গর্বের মুহূর্ত।

১০৫ ঘণ্টায় ৭৫ কিমি জাতীয় সড়ক নির্মাণ করে গিনেস বুকে নাম তুলল ভারত

আমাদের ব্যতিক্রমী টিমের জন্য শুভেচ্ছা। গিনেস বুকে নাম তোলার জন্য রাজপথ ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড ও জগদীশ কদমকেও শুভেচ্ছা। ৭৫ কিমি বিটুমিনের রাস্তা তারা তৈরি করেছে।

Most Popular