Sunday, April 28, 2024
spot_img
Homeরাজ্যআলাদা জঙ্গলমহল রাজ্যের দাবি সৌমিত্রর, কটাক্ষ তৃণমূলের

আলাদা জঙ্গলমহল রাজ্যের দাবি সৌমিত্রর, কটাক্ষ তৃণমূলের

স্টাফ রিপোর্টার: এ বার রাঢ়বঙ্গ এবং জঙ্গলমহল নিয়ে আলাদা রাজ্যের দাবি তুললেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সোমবার তিনি বলেন, বীরভূমে যে কয়লা খাদান হবে তার টাকা তুলে নিয়ে যাবে কলকাতা। এখানকার পাথর নিয়ে কলকাতার বাবুদের বাড়ি তোলা হচ্ছে। আর বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, আসানসোল, ঝাড়গ্রাম মানুষ দিনের পর দিন বঞ্চিত হচ্ছে।

আলাদা জঙ্গলমহল রাজ্যের দাবি সৌমিত্রর, কটাক্ষ তৃণমূলের

তাদের কাজ দেওয়া হচ্ছে না। রাজ্যে ২৩টি জেলা ভেঙে ৪৬টি জেলা করা হচ্ছে। তাহলে আমরা আলাদা জঙ্গলমহল রাজ্য কেন চাইব না? এই এলাকার মানুষ হিসেবে আমার বাঁচতে চাই।বিজেপি সাংসদ বলেন, কলকাতা যেভাবে জঙ্গলমহলকে সবদিক থেকে বঞ্চিত করে রেখেছে তাতে আমি জঙ্গলমহল রাজ্যের দাবির পক্ষে সহমত।

আলাদা জঙ্গলমহল রাজ্যের দাবি সৌমিত্রর, কটাক্ষ তৃণমূলের

এনিয়ে কেন্দ্রের কাছে দরবার করব।সৌমিত্রের দাবি নিয়ে তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তীর কটাক্ষ, ‘‘এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। বিজেপি রাজ্য ভাগ করার পক্ষে। বিজেপি এ রাজ্যকে ভাগ করার চক্রান্ত বহু দিন ধরেই করছে। জঙ্গলমহলের মানুষ চান না রাজ্য ভাগ হোক। রাজ্য সরকারও চায় না রাজ্য ভাগ হোক। আসলে বিজেপিই এই কথা বলাচ্ছে।’’

Most Popular