Saturday, April 27, 2024
spot_img
Homeরাজ্যসরকারি কর্মীদের বকেয়া ডিএ দিতে হবে ৩ মাসের মধ্যে: হাইকোর্ট

সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিতে হবে ৩ মাসের মধ্যে: হাইকোর্ট

স্টাফ রিপোর্টার: ডিএ মামলায় ধাক্কা রাজ্য সরকারের।৩ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মিটিয়ে দিতে হবে।শুক্রবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ স্পষ্টতই জানিয়েছে, মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের আইনত অধিকার, মৌলিক অধিকার।

সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিতে হবে ৩ মাসের মধ্যে: হাইকোর্ট

সেইসঙ্গে রাজ্য সরকারের যুক্তিও গৃহীত হয়নি হাইকোর্টে। রাজ্যের তরফে দাবি করা হয়েছিল, বেশি তহবিল না থাকায় সরকারি কর্মীদের বেশি হারে ডিএ দেওয়া যাচ্ছে না। সেই যুক্তি খারিজ করে দেয় আদালত। হাই কোর্টের নির্দেশ, “রাজ্য সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী ডিএ দিতে বাধ্য। রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাবেন ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী। ৩ মাসের মধ্যেই রাজ্য সরকারকে কর্মীদের ডিএ মিটিয়ে দিতে হবে।”

Most Popular