Wednesday, May 8, 2024
spot_img
Homeজেলাবেহালায় অশান্তির ঘটনায় অভিযুক্ত যুব নেতা বহিষ্কার

বেহালায় অশান্তির ঘটনায় অভিযুক্ত যুব নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার : চড়ক মেলা নিয়ে বেহালায় অশান্তির জেরে অভিযুক্ত দলীয় সদস্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল তৃণমূল। বৃহস্পতিবার সকালে অভিযুক্ত বাপনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় তৃণমূল। যদিও অশান্তির পর থেকে এখনও পলাতক অভিযুক্ত যুব তৃণমূল সভাপতি। এদিকে,বৃহস্পতিবার সকাল থেকে ফের অশান্ত হয়ে ওঠে বেহালার চড়কতলা। স্থানীয় বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বাড়ি ও কার্যালয়ের সামনে সকাল থেকে বিক্ষোভ দেখান দলের একাংশ।

বেহালায় অশান্তির ঘটনায় অভিযুক্ত যুব নেতা বহিষ্কার

রত্নাদেবী সেসময় এলাকায় জনসংযোগের কাজে ব্যস্ত ছিলেন। তখনই একদল মহিলা এসে তাঁর কাছে জানতে চান, কেন বাপন বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হচ্ছে, কেনই বা তাঁকে বহিষ্কার করা হল। তাঁদের সঙ্গে কথা বলেন রত্নাদেবী। পরে তিনি জানান, যাঁরা তাঁর অফিসে বিক্ষোভ দেখান, তাঁরা অভিযুক্তের পরিবারের সদস্য। তিনি বলেন, বিষয়টি তদন্তের আওতায়। প্রকৃত দোষী শাস্তি পাবেই।

Most Popular