Monday, April 29, 2024
spot_img
Homeরাজ্যগুলি-কার্তুজ না থাকলে তো পুলিশ, আদালত উঠে যাবে : ফিরহাদ

গুলি-কার্তুজ না থাকলে তো পুলিশ, আদালত উঠে যাবে : ফিরহাদ

স্টাফ রিপোর্টার : পানিহাটি থেকে ঝালদা, রিজেন্ট পার্ক থেকে তিলজলা — গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে গুলি চলার ঘটনা ঘটেছে। কোথাও রক্ত ঝরেছে, কোথাও ঝরে গিয়েছে প্রাণ! রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। শনিবারই কড়া ভাষায় রাজ্য সরকারকে তোপ দাগেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

গুলি-কার্তুজ না থাকলে তো পুলিশ, আদালত উঠে যাবে : ফিরহাদ

তারই পাল্টা বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যেরই মন্ত্রী ফিরহাদ হাকিম।ফিরহাদ হাকিম বলেন, “একটা, দু’টো ঘটনা হতেই পারে। আমরা তো বারবারই সে কথা বলি। যদি এমন হয় কোথাও গুলি চলবে না, কোনও দুষ্কৃতী থাকবে না, তা হলে তো পুলিশই উঠে যাবে। তা হলে তো আদালতই উঠে যাবে। অন্য রাজ্যের তুলনায় অনেক ভাল আছি আমরা।

গুলি-কার্তুজ না থাকলে তো পুলিশ, আদালত উঠে যাবে : ফিরহাদ

কিন্তু বিহার, উত্তর প্রদেশ থেকে শার্প শুটার আসবে না, গুলি আসবে না, বোমা আসবে না সেভাবে সীমানা আটকানো যায় নাকি দেশের মধ্যে? দেশের সীমান্তে যেভাবে তল্লাশি করি, দেশের ভিতর রাজ্যগুলির সীমানায় তা কি করা যায়? তাই এগুলি হবেই। তবে আমরা নজরদারি চালাচ্ছি। পুলিশও যথাযথ ব্যবস্থা নিচ্ছে। যাতে এই সাহসটা আর কেউ না পায়।”

Most Popular