Monday, April 29, 2024
spot_img
Homeরাজ্যবাড়ল জগন্নাথ দর্শনের সময়সীমা ও দিন

বাড়ল জগন্নাথ দর্শনের সময়সীমা ও দিন

সংবাদ সংস্থা : এবার জগন্নাথ দর্শনের সময়সীমা ও দিন দুইই বাড়ল। মন্দিরে ভক্তদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরও শিথিল করার সিদ্ধান্ত ঘোষণা করল ওড়িশা।জগন্নাথ মন্দির প্রশাসন (এসজেটিএ) জানিয়েছে, এবার থেকে রবিবারও পুরীর মন্দির খোলা রাখা হবে। ২০ মার্চ থেকেই এই নয়া সিদ্ধান্ত লাগু হবে বলে জানান হয়েছে। পুরীর জেলা ম্যাজিস্ট্রেট কাম কালেক্টর সমর্থ বর্মা জানিয়েছেন, শীর্ষ সংগঠন ছাতিসা নিজগের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাড়ল জগন্নাথ দর্শনের সময়সীমা ও দিন

ভক্তরা ভোরে সিংহদ্বারা (সিংহদ্বার) খোলার সময় থেকে প্রতিদিন ‘পাহাড়া’ (দরজা বন্ধ) পর্যন্ত জগন্নাথ-সুভদ্রা-বলরাম দর্শনের সুযোগ পাবেন। এর আগে, এসজেটিএ স্যানিটাইজেশনের স্বার্থে রবিবার জনসাধারণের জন্য মন্দির বন্ধ করার নির্দেশ দিয়েছিল, তিনি বলেন, এখন মন্দির বন্ধ করে নয়, রাতে স্যানিটাইজেশন করা হবে।

Most Popular