Monday, April 29, 2024
spot_img
Homeরাজ্যবিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ অখিলেশের

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ অখিলেশের

সংবাদ সংস্থা : সোমবার শেষ দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উত্তরপ্রদেশে। আজ চূড়ান্ত ফলাফল জানা যাবে উত্তর প্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের।ভোট গণনার আগে বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ তুললেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব।একটি সাংবাদিক সম্মেলনে অখিলেশ দাবি করেছেন, “সমাজবাদী পার্টি এইবার অযোধ্যায় ক্ষমতায় আসছে তাই বিজেপি ভয় পেয়ে গিয়েছে।” তিনি আরও অভিযোগ তুলেছেন যে, স্থানীয় প্রার্থীদের না জানিয়েই বারাণসীতে ইভিএম নিয়ে যাওয়া হয়েছে।

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ অখিলেশের

তিনি আরও বলেছেন, “বুথ ফেরত সমীক্ষা এমন একটা ধারণা তৈরি করতে চায় যে বিজেপি জিতছে। গণতন্ত্রের জন্য এটাই শেষ লড়াই। প্রার্থীদের না জানিয়ে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে ইভিএম সরানো হলে আমাদের সতর্ক হতে হবে। এটা চুরি। আমাদের ভোট বাঁচাতে হবে। আমরা এর বিরুদ্ধে আদালতে যেতে পারি কিন্তু তার আগে আমি গণতন্ত্র বাঁচাতে জনগণের কাছে আবেদন জানাতে চাই।”

Most Popular