Sunday, April 28, 2024
spot_img
Homeদেশকিভে আর কোনও ভারতীয় নেই, জানাল কেন্দ্র, পড়ুয়াদের উদ্ধারে ২৬টি বিমান

কিভে আর কোনও ভারতীয় নেই, জানাল কেন্দ্র, পড়ুয়াদের উদ্ধারে ২৬টি বিমান

সংবাদ সংস্থা : কিভে আরও কোনও ভারতীয় আটকে নেই। তাঁদের দেশে ফিরিয়ে আনতে আগামী তিন দিনে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশগুলির বিভিন্ন বিমানবন্দরে উড়ে যাবে মোট ২৬টি উড়ান।এমনটাই জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রের দাবি, ইউক্রেনের রাজধানী কিভে আর কোনও ভারতীয় আটকে নেই।

কিভে আর কোনও ভারতীয় নেই, জানাল কেন্দ্র, পড়ুয়াদের উদ্ধারে ২৬টি বিমান

বিদেশ সচিব জানান, কিভে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। রুশ সামরিক অভিযানের কারণে দূতাবাসের কর্মীদেরও অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। এমনটাই জানিয়েছে কেন্দ্র।কেন্দ্র জানিয়েছে, ইউক্রেনে প্রায় ২০ হাজার পড়ুয়া ছিলেন। ইতিমধ্যে ১২ হাজার পড়ুয়া ইউক্রেন ছেড়েছেন। বাকিদের কেউ কেউ খারকিভ অঞ্চলে আটকে রয়েছেন।

কিভে আর কোনও ভারতীয় নেই, জানাল কেন্দ্র, পড়ুয়াদের উদ্ধারে ২৬টি বিমান

কেউ কেউ পূর্ব ইউক্রেন দিয়ে সীমান্ত পেরচ্ছেন। ওই অঞ্চলে যুদ্ধের আঁচ তেমন ভাবে পড়েনি। আটকে থাকা সমস্ত ভারতীয় নাগরিককে উদ্ধার করতে তিন দিন সময় লাগবে।

Most Popular