Monday, April 29, 2024
spot_img
Homeজেলা২৭ বছর নিখোঁজ থাকার পর সমস্তিপুরের বিক্রমকে তুলে দেওয়া হল পরিবারের হাতে

২৭ বছর নিখোঁজ থাকার পর সমস্তিপুরের বিক্রমকে তুলে দেওয়া হল পরিবারের হাতে

বিশ্ব সমাচার, পাথরপ্রতিমা: দীর্ঘ ২৭ বছর নিখোঁজ থাকার পর সোমবার বিহারের সমস্তিপুর জেলার সিংহানিয়ার বিক্রম রায়কে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হল। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিক্রমবাবু অসমের গুয়াহাটিতে কাজের জন্য গিয়েছিলেন। সেখান থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। স্থানীয় এক বাসিন্দা হ্যাম রেডিওর অপারেটর দিবস মণ্ডল বলেন, বিক্রমবাবুকে পাথরপ্রতিমা থানার রামগঙ্গা খেয়াঘাট থেকে উদ্ধার করি।

২৭ বছর নিখোঁজ থাকার পর সমস্তিপুরের বিক্রমকে তুলে দেওয়া হল পরিবারের হাতে

তাঁর পরিবারের খোঁজ পাওয়া যায়। সুন্দরবন পুলিশ জেলার আধিকারিকদের উপস্থিতিতে এদিন পরিবারের হাতে তাঁকে আমরা তুলে দিলাম। এদিন বিক্রমবাবুর স্ত্রী এসেছেন। সঙ্গে ছিলেন কয়েকজন আত্মীয় ও গ্রামবাসী। রামগঙ্গা ব্যবসায়ী সমিতির সদস্যরা লকডাউনের সময় এই অচেনা অজানা ব্যক্তির থাকা-খাওয়ার ব্যবস্থা করেছিলেন। পাথরপ্রতিমার বিধায়ক ও ব্লক আধিকারিককেও ধন্যবাদ জানান দিবসবাবু।

Most Popular