Monday, May 20, 2024
spot_img
Homeরাজ্যসন্দেশখালিকাণ্ড: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

সন্দেশখালিকাণ্ড: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

সন্দেশখালি কাণ্ডে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। সন্দেশখালি ভিডিও প্রকাশ্যে আসতেই বিজেপিকে কড়া আক্রমণে নেমেছে তৃণমূল।এসবের মধ্যেই শুক্রবার সাংবাদিক বৈঠকে বসেন শশী পাঁজা।‘

সন্দেশখালিকাণ্ড: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

প্রথমে যে স্টিং অপারেশন হয়েছে, তাতে প্রকাশ্যে এল বিজেপির অসত্য চিত্রনাট্য। নারী নির্যাতন হয়নি। তারপর মহিলারা এগিয়ে এসে বলছেন, তাঁরা বলছেন বুঝতে পারেননি কোন কাগজে সই করেছেন। মহিলারা এগিয়ে এসে এই অসত্যের বিরুদ্ধে লড়ছেন।’ মন্ত্রীর কথায়, ‘রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে বিভিন্ন কমিশনগুলিকে দেখলাম আসতে।

সন্দেশখালিকাণ্ড: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

চারদিকে একটা ইকোসিস্টেম তৈরি করেছিল বিজেপি। তাদের বিভিন্ন টিমগুলিকে নামিয়ে, সন্দেশখালির ঘটনাকে দেখানোর জন্য। এই নক্ক্যারজনক অপচেষ্টা। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধেও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবে তৃণমূল কংগ্রেস।’ শশী পাঁজার দাবি, রেখা শর্মার টিম এখানে আসায় বিষয়টিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতবাবে আরও উৎসাহিত করা হয়েছে।

সন্দেশখালিকাণ্ড: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

তিনি বলেন, ‘কমিশনের এই পক্ষপাতিত্ব খুবই দুর্ভাগ্যজনক।’ শশী বলেন, ‘পুরোটাই বিজেপির চিত্রনাট্য। জোর করে ২ হাজার, ৫০০ টাকার বিনিময়ে অভিযোগ জানানো হয়েছিল। এখন সন্দেশখালির মহিলা এগিয়ে এসে অভিযোগ তুলে নিচ্ছেন। বিজেপি মহিলাদের, সন্দেশখালির ও রাজ্যের বদনাম করেছে। এমনকী এই ঘটনায় রাষ্ট্রপতিকেও বিপথে চালনা করা হয়েছে।

সন্দেশখালিকাণ্ড: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

বিজেপির ক্ষমা চাওয়া উচিত।’ এদিকে পাল্টা নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠালেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা।জাতীয় মহিলা কমিশনের তরফে এক্স হ্যান্ডেলে সেই চিঠির প্রতিলিপি শেয়ার করে লেখা হয়েছে, “নজরে এসেছে যে ভোটের মাঝে সন্দেশখালির মহিলাদের অভিযোগ প্রত্যাহার করার জন্য প্রভাবিত করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে,

সন্দেশখালিকাণ্ড: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

চাপ দেওয়া হচ্ছে।” নির্বাচন কমিশন যাতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে, সেই অনুরোধ করেছে জাতীয় মহিলা কমিশন। রেখা শর্মা ওই চিঠিতে সরাসরি নালিশ জানিয়েছেন রাজ্যের শাসক শিবির তৃণমূলের দিকে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বক্তব্য, “তৃণমূল কর্মীরা সন্দেশখালির মহিলাদের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন।”

সন্দেশখালিকাণ্ড: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

মহিলারা যাতে এই পরিস্থিতির মধ্যে পড়ে অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য না হয়, সে জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে অনুরোধ করেছে মহিলা কমিশন।

Most Popular

error: Content is protected !!