Sunday, May 19, 2024
spot_img
Homeদেশনাড্ডা-অমিত মালব্যদের বিরুদ্ধে কমিশনে নালিশ কংগ্রেসের

নাড্ডা-অমিত মালব্যদের বিরুদ্ধে কমিশনে নালিশ কংগ্রেসের

ধর্মীয় উসকানির অভিযোগে বিজেপি সভাপতি জেপি নাড্ডার বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করল কর্ণাটক কংগ্রেস। অভিযোগ করা হয়েছে অমিত মালব্য, এবং কর্নাটকের বিজেপি সভাপতি বি এস রাঘবেন্দ্রর বিরুদ্ধেও।আসলে কর্নাটকে সদ্য মুসলিমদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ চালু করেছে কংগ্রেস।

নাড্ডা-অমিত মালব্যদের বিরুদ্ধে কমিশনে নালিশ কংগ্রেসের

বিজেপির অভিযোগ, তফসিলি জাতি, উপজাতির সংরক্ষণ কেড়ে নিয়ে সেটা ধর্মের নামে মুসলিমদের দিয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে একটি ভিডিও-ও বানিয়েছে বিজেপি। যে ভিডিও শেয়ার করেন জেপি নাড্ডা, অমিত মালব্য, রাঘবেন্দ্ররা। নাড্ডারা একাধিক জনসভাতেও সে কথা বলেছে।

নাড্ডা-অমিত মালব্যদের বিরুদ্ধে কমিশনে নালিশ কংগ্রেসের

কংগ্রেসের অভিযোগ, নাড্ডারা মানুষকে বিভ্রান্ত করছেন। ধর্মীয় উসকানি দেওয়ার চেষ্টা করছেন। কংগ্রেসের ইস্তেহারে কোথাও মুসলিমদের জন্য সংরক্ষণের কথা বলা নেই। কর্নাটকে যে সংরক্ষণের কথা বলা হচ্ছে, সেটাও আগে চালু ছিল। বিজেপির আমলে বন্ধ করে দেওয়া হয়।

নাড্ডা-অমিত মালব্যদের বিরুদ্ধে কমিশনে নালিশ কংগ্রেসের

কর্নাটক কংগ্রেসের তরফে বিজেপি সভাপতির বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের হয়েছে।এর আগে অমিত শাহ, নরেন্দ্র মোদির বিরুদ্ধেও কমিশনে নালিশ করেছে কংগ্রেস।

Most Popular

error: Content is protected !!