Friday, May 17, 2024
spot_img
Homeজেলানরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৬ পড়ুয়া মাধ্যমিকের মেধা তালিকায়

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৬ পড়ুয়া মাধ্যমিকের মেধা তালিকায়

প্রদীপকুমার সিংহ, নরেন্দ্রপুর: প্রতি বছরের মতো এ বছরও মাধ্যমিক পরীক্ষায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা সাফল্য অর্জন করেছে। মাধ্যমিকের মেধা তালিকায় আবারও তাদের জয়জয়কার। এই মিশনের ছ’জন মাধ্যমিক পরীক্ষার্থী প্রথম দশে রয়েছে।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৬ পড়ুয়া মাধ্যমিকের মেধা তালিকায়

আবাসিক বিদ্যালয়ের নিয়মানুবর্তিতা স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ বলে জানান প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। পাশাপাশি তাঁর দাবি, স্কুলের ছাত্রদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা হয়। সেটাও সাফল্যের কারণ বলে মনে করেন তিনি।
এবারের মাধ্যমিক পরীক্ষায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছ’জন ছাত্রের মধ্যে তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম স্থান একজন করে, নবম স্থান দু’জন অর্জন করেছে।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৬ পড়ুয়া মাধ্যমিকের মেধা তালিকায়

প্রাপ্ত নম্বর সহ মেধা তালিকায় স্থানাধিকারীরা হল, তৃতীয় নৈঋতরঞ্জন পাল (৬৯১), ষষ্ঠ অলিভ গায়েন (৬৮৮), সপ্তম আলেখ্য মাইতি (৬৮৭), অষ্টম সন্দীপন মান্না (৬৮৬), নবম ঋতব্রত নাথ ও ঋত্বিক দত্ত (৬৮৫)।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৬ পড়ুয়া মাধ্যমিকের মেধা তালিকায়

বিভিন্ন জেলা থেকে এই ছাত্ররা পঞ্চম শ্রেণি থেকে এখানে পড়াশোনা করে। প্রত্যেক ছাত্রের অভিভাবকরা এই ফলে খুবই অভিভূত হয়েছেন।এইসব ছাত্রদের কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার। তৃতীয় স্থানাধিকারী নৈঋতরঞ্জন পাল বলে, সে বড় হয়ে ডাক্তার হতে চায়।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৬ পড়ুয়া মাধ্যমিকের মেধা তালিকায়

এছাড়াও সোনারপুর সারদা বিদ্যাপীঠ থেকে দু’জন পরীক্ষার্থী মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। নবম হয়েছে ঈশান বিশ্বাস(৬৮৫) ও দশম শুভ্রক্রান্তি জানা (৬৮৪)।

Most Popular

error: Content is protected !!