Sunday, May 12, 2024
spot_img
Homeখেলাপাকিস্তানের নতুন কোচ গ্যারি কার্স্টেন

পাকিস্তানের নতুন কোচ গ্যারি কার্স্টেন

অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন কোচ পেল পাকিস্তান ক্রিকেট।সাদা বলের ক্রিকেটে ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেনকে নিযুক্ত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। একইসঙ্গে লাল বলের ক্রিকেটে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হল জেসন গিলেস্পিকে।

পাকিস্তানের নতুন কোচ গ্যারি কার্স্টেন

প্রাক্তন পাক তারকা আজহার মাহমুদকে সমস্ত ধরনের ক্রিকেটে সহকারী কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে।দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার শেষে ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই দলের হেডকোচ ছিলেন গ্যারি কার্স্টেন। প্রাক্তন দক্ষিণ আফ্রিকান তারকা বর্তমানে আইপিএলে গুজরাট টাইটান্স দলের ব্যাটিং কোচ।

পাকিস্তানের নতুন কোচ গ্যারি কার্স্টেন

আগামী ২২ মে তিনি ইংল্যান্ডে গিয়ে পাকিস্তান দলে যোগ দেবেন। তাঁর সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে পিসিবির।এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন রাজা নকভি জানান, “কোচিংয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও সাফল্যই এখানে অগ্রাধিকার পেয়েছে।

পাকিস্তানের নতুন কোচ গ্যারি কার্স্টেন

পাকিস্তান ক্রিকেটে তাঁদেরকে স্বাগত জানাই। গ্যারি সবসময়ই জিততে চান। দলের মধ্যে সেই মানসিকতা ঢুকিয়ে দেন। পাশাপাশি তিনি নতুন প্রতিভা তুলে আনতে পারেন। যে কারণে গ্যারি বিশ্ব ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ কোচ।”

Most Popular