Monday, May 13, 2024
spot_img
Homeজেলা‘কাগজে বিজ্ঞাপন দিলে ভাল প্রার্থী পেত’, বিরোধীদের খোঁচা অভিষেকের

‘কাগজে বিজ্ঞাপন দিলে ভাল প্রার্থী পেত’, বিরোধীদের খোঁচা অভিষেকের

লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ কেন্দ্রের মধ্যে অন্যতম হাইভোল্টেজ আসন নিঃসন্দেহে ডায়মন্ড হারবার। এখান থেকে তৃতীয়বারের জন্য ঘাসফুলের প্রার্থী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ৪২ টি কেন্দ্রেই ঘুরে ঘুরে প্রচার করছেন। তবে রবিবার নিজের কেন্দ্র থেকে শুরু করলেন ভোটপ্রচার।

‘কাগজে বিজ্ঞাপন দিলে ভাল প্রার্থী পেত’, বিরোধীদের খোঁচা অভিষেকের

সাতগাছিয়ার জনসভায় বক্তব্যের শুরুতেই তিনি বলেন, ”ভোট চাইতে নয়, পরিবারের সঙ্গে দেখা করতে এলাম। আমাদের এখানে ভোট সবশেষে, ১ জুন। তার আগে আমি মনোনয়ন দেব। কিন্তু মনোনয়ন দেওয়ার আগে যদি আপনাদের আশীর্বাদ না পাই, তাহলে পরিপূর্ণ হবে না। তাই আপনাদের কাছে এলাম।”

‘কাগজে বিজ্ঞাপন দিলে ভাল প্রার্থী পেত’, বিরোধীদের খোঁচা অভিষেকের

এর পরও বললেন, “আমি ৪১ কেন্দ্রে দলের সৈনিক হয়ে লড়ছি। আপনারা ডায়মন্ড হারবারের সৈনিক হয়ে লড়াই করুন। আর নিজেদের ক্ষমতা দেখিয়ে দিন। ৪ জুন যেদিন ভোটবাক্স খোলা হবে, সেদিন কাস্তে-হাতুড়ি আর পদ্মফুলের লোকজন চোখে সরষেফুল দেখবে। আপনাদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক সরাসরি, মাঝে কেউ নেই। আমি আপনাদের ঘরের ছেলে।”

‘কাগজে বিজ্ঞাপন দিলে ভাল প্রার্থী পেত’, বিরোধীদের খোঁচা অভিষেকের

পাশাপাশি, এই সভামঞ্চ থেকে একযোগে বাম-বিজেপিকে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, “যাঁরা আমার বিরুদ্ধে লড়াই করছেন, তাঁদের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলছি, আজ তৃণমূলের বিরুদ্ধে খালি ষড়যন্ত্র, চক্রান্ত না করে সিপিএম-বিজেপি যদি খবরের কাগজের প্রথম পাতায় বিজ্ঞাপন দিত তাহলে যে প্রার্থীদের দাঁড় করিয়েছে তার থেকে ভাল প্রার্থী পেত।”

‘কাগজে বিজ্ঞাপন দিলে ভাল প্রার্থী পেত’, বিরোধীদের খোঁচা অভিষেকের

এরপরই অভিষেককে বলতে শোনা যায়, “আমি কাউকে অসম্মান করছি না, শুধু বলছি, যেভাবে হইহুল্লোড় করল, এ দাঁড়াবে সে দাঁড়াবে, ডায়মন্ড হারবারে ভোট কেটে জিতবে। আমি বলছি, এখনও সময় আছে। বিজেপির কোনও সর্বভারতীয় নেতা যদি আসতে চান, স্বাগত জানাই। আসুক আমার ডায়মন্ড হারবারে। নমিনেশন পর্ব তো শুরুই হয়নি।

‘কাগজে বিজ্ঞাপন দিলে ভাল প্রার্থী পেত’, বিরোধীদের খোঁচা অভিষেকের

মানুষের কী ক্ষমতা ডায়মন্ড হারবার দেখাবে।” একইসঙ্গে ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ বলেন, ভোট ঘোষণা হয়েছে ১৬ মার্চ। বিজেপি প্রার্থী ঘোষণা করে ১৬ এপ্রিল। দেড় মাস একটা প্রার্থী দিতে সময় লেগে গেল? অভিষেকের সংযোজন, “ভোট কীভাবে কাটা যায় অপেক্ষা করছিল।

‘কাগজে বিজ্ঞাপন দিলে ভাল প্রার্থী পেত’, বিরোধীদের খোঁচা অভিষেকের

আমি তো বলেছি যে খুশি দাঁড়াক। যারা এলাকা চেনে না, ক’টা ব্লক, ক’টা পুরসভার ক’টা ওয়ার্ড বলতে পারবে না, তারা নাকি অভিষেককে খেদাবে। আমি বলব, ৩ নম্বরে ছিল, ৩ নম্বরেই থাকবে।”

Most Popular