Wednesday, May 1, 2024
spot_img
Homeরাজ্যবিজেপির অভিযোগকে মান্যতা, ভোটের দিন ‘নজরবন্দি’ উদয়ন

বিজেপির অভিযোগকে মান্যতা, ভোটের দিন ‘নজরবন্দি’ উদয়ন

আজ থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে লোকসভা ভোট।এদিন ভোট রয়েছে কোচবিহারেও।তবে ভোটের ঠিক আগে বড়সড় অস্বস্তিতে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।কোচবিহারের ভোটে সারাক্ষণ নির্বাচন কমিশনের ‘নজরবন্দি’ থাকতে হবে তাঁকে। সূত্রের খবর নোটিস পাঠিয়ে এমনই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।

বিজেপির অভিযোগকে মান্যতা, ভোটের দিন ‘নজরবন্দি’ উদয়ন

বুধবার দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।উদয়ন গুহও পালটা অভিযোগ তুলেছিলেন, তাঁকে আক্রমণ করা হচ্ছে। তিনি আক্রান্ত। তাই তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন।

বিজেপির অভিযোগকে মান্যতা, ভোটের দিন ‘নজরবন্দি’ উদয়ন

তাঁর আরও দাবি, ভোটের দিন তাঁকে যদি বুথের মধ্যে আটকে ফেলা যায়, তাহলে বিজেপির ভোট লুটে সুবিধা হবে।যদিও বিজেপির আবেদনকে মান্যতা দিল কমিশন।সূত্রের খবর নোটিস পাঠিয়ে উদয়নকে নির্দেশ দেওয়া হয়েছে, শুক্রবার অর্থাৎ কোচবিহার লোকসভা কেন্দ্রে ভোটের দিন নিজের বুথের বাইরে যেতে পারবেন না উদয়ন।

Most Popular