Tuesday, May 21, 2024
spot_img
Homeদেশগুজরাটে বজ্রপাতে একদিনেই মৃত অন্তত ২০

গুজরাটে বজ্রপাতে একদিনেই মৃত অন্তত ২০

প্রবল বৃষ্টিতে একদিনে অন্তত ২০ জনের মৃত্যু হল গুজরাটে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গবাদি পশু ও চাষের ক্ষেত্রেও।জানা গিয়েছে, নভেম্বরের শেষে অকাল বর্ষণের জেরেই এমন বিপজ্জনক পরিস্থিতি।সূত্রের খবর, রবিবার গুজরাটের ২৫২টি তালুকের মধ্যে ২৩৩টিতেই বৃষ্টি হয়।

গুজরাটে বজ্রপাতে একদিনেই মৃত অন্তত ২০

একাধিক এলাকায় ব্যাপক বজ্রপাত হয়েছে বলেই লাফিয়ে বেড়েছে মৃতের সংখ্যা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দাহোদ। চারজনের মৃত্যু হয়েছে সেখানে। এছাড়াও আহমেদাবাদ-সহ বেশ কয়েকটি জায়গা থেকে মৃত্যুর খবর মিলেছে। রাজ্যের এমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী, রবিবার রাত ১১টা পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।

গুজরাটে বজ্রপাতে একদিনেই মৃত অন্তত ২০

প্রাণ হারিয়েছ অন্তত ৪০টি গবাদি পশু। তছনছ হয়ে গিয়েছে শস্যের খেত। মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে শোকপ্রকাশ করেছেন অমিত শাহ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “খারাপ আবহাওয়া ও বজ্রপাতের কারণে গুজরাটে বহু মানুষের মৃত্যুর খবরে আমি শোকাহত।

গুজরাটে বজ্রপাতে একদিনেই মৃত অন্তত ২০

মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

Most Popular

error: Content is protected !!