Monday, April 29, 2024
spot_img
Homeরাজ্যওড়িশায় বাস দুর্ঘটনায় মৃত ৪ জন এ রাজ্যের বাসিন্দা, শোকপ্রকাশ মমতার, ঘটনাস্থলে...

ওড়িশায় বাস দুর্ঘটনায় মৃত ৪ জন এ রাজ্যের বাসিন্দা, শোকপ্রকাশ মমতার, ঘটনাস্থলে দমকলমন্ত্রী

ওড়িশার জাজপুরে সোমবার রাতে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ পর্যটকেরে।মৃতদের মধ্যে চার জনই পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা। এমনই জানানো হয়েছে প্রশাসন সূত্রে। বাসটি ওড়িশা থেকে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ডিপোয় ফিরছিল বলে জানা গিয়েছে। রাত ৯টা নাগাদ বরাবাঁটী সেতু থেকে নীচে পড়ে যায় বাসটি।

ওড়িশায় বাস দুর্ঘটনায় মৃত ৪ জন এ রাজ্যের বাসিন্দা, শোকপ্রকাশ মমতার, ঘটনাস্থলে দমকলমন্ত্রী

বাসটিতে মোট ৫০ জন যাত্রী ছিলেন। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানায়, দুর্ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জনেরও বেশি । ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত এবং আহতদের অনেকেই বাংলার বাসিন্দা।

ওড়িশায় বাস দুর্ঘটনায় মৃত ৪ জন এ রাজ্যের বাসিন্দা, শোকপ্রকাশ মমতার, ঘটনাস্থলে দমকলমন্ত্রী

রাজ্য সরকার অকুস্থলে আধিকারিক, জিনিসপত্র, অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে। আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনতে বাসও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মমতা। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের জন্য বেড রিজার্ভ করে রাখা হয়েছে। প্রয়োজনে সেখানে ভর্তি করিয়ে যাত্রীদের চিকিৎসা দেওয়া হবে।

ওড়িশায় বাস দুর্ঘটনায় মৃত ৪ জন এ রাজ্যের বাসিন্দা, শোকপ্রকাশ মমতার, ঘটনাস্থলে দমকলমন্ত্রী

এ ছাড়া বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মৃতদের পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা করবে রাজ্য সরকার। রাজ্য প্রশাসনের পাশাপাশি ত্রাণ এবং উদ্ধারকাজে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার সরকারি আধিকারিকেরা ঝাঁপিয়ে পড়েছেন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

ওড়িশায় বাস দুর্ঘটনায় মৃত ৪ জন এ রাজ্যের বাসিন্দা, শোকপ্রকাশ মমতার, ঘটনাস্থলে দমকলমন্ত্রী

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে ওড়িশার জাজপুরে দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়ে গিয়েছেন রাজ্যের দমকল এবং জরুরি পরিষেবা মন্ত্রী সুজিত বসু। তিনি রাজ্য সরকারের তরফ থেকে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে উদ্ধারকাজ সামলাবেন।

Most Popular