Monday, May 13, 2024
spot_img
Homeখেলাজনসনের বাউন্সারে দৃষ্টিশক্তি কমে গিয়েছিল : কোহলি

জনসনের বাউন্সারে দৃষ্টিশক্তি কমে গিয়েছিল : কোহলি

বিরাট আর জনসনের দ্বন্দ্বে ২০১৪-র টেস্ট সিরিজ আলাদা মাত্রা পেয়েছিল। অ্যাডিলেডের ওভালে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিলেন দুজন।৩১ তম ওভারে জনসন একটি জোরালো বাউন্সারে স্বাগত জানান ভারতীয় অধিনায়ককে।বিরাট মাথা নামিয়ে বাঁচার চেষ্টা করলেও বলটি সোজা এসে আছড়ে পড়ে হেলমেটে। যার ফলে তাঁর বাঁ চোখের দৃষ্টিশক্তি ক্রমশ কমতে শুরু করেছিল।

জনসনের বাউন্সারে দৃষ্টিশক্তি কমে গিয়েছিল : কোহলি

সম্প্রতি একটি অনুষ্ঠানে সেই ঘটনার কথা স্মরণ করেন কোহলি। তিনি বলেন, “তার আগের দুমাস ধরে আমি ক্রমাগত ভেবেছিলাম কীভাবে জনসনকে সামলানো যায়। কিন্তু মাথায় ধাক্কা খাওয়ার পর সব কিছু গুলিয়ে যায়। সেটা এতটাই জোরালো ছিল যে আমার বাঁ চোখের দৃষ্টিশক্তি কমতে শুরু করে।

জনসনের বাউন্সারে দৃষ্টিশক্তি কমে গিয়েছিল : কোহলি

যদিও সেটা আমি তখন টের পাইনি।” এত বড় ধাক্কা কীভাবে সামলালেন বিরাট? উত্তরের মধ্যেই লুকিয়ে আছে তাঁর শক্তিশালী চরিত্রের প্রমাণ। তিনি বলেন, “আমার কাছে মাত্র দুটো উপায় ছিল। হয় লড়ো, নয়তো পালাও। আমার মনে হচ্ছিল, ওর সাহস কীভাবে হয় মাথায় মারার? গোটা সিরিজ জুড়ে ওকে প্রচুর মারব।”

জনসনের বাউন্সারে দৃষ্টিশক্তি কমে গিয়েছিল : কোহলি

নিজের কথা রেখেছিলেন ‘কিং’। ভারত হারলেও সেই সিরিজে মোট ৬৯২ করেন কোহলি। কিন্তু পরের ইংল্যান্ড সফরে চূড়ান্ত ব্যর্থ হন। ৫ টেস্টে সংগ্রহ করেছিলেন মাত্র ১৩৪ রান।

Most Popular