Wednesday, May 1, 2024
spot_img
Homeজেলাক্যানিং মহকুমা এলাকায় এল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

ক্যানিং মহকুমা এলাকায় এল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

বান্টি মুখার্জি, ক্যানিং: জাতীয় নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না করলেও ক্যানিং মহকুমা এলাকায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। রবিবার রাতে বাহিনী পৌঁছনোর পর সোমবার থেকে স্পর্শকাতর এলাকায় শুরু হয়েছে রুটমার্চ।

ক্যানিং মহকুমা এলাকায় এল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

ক্যানিংয়ের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় রুটমার্চে নেতৃত্ব দেন ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক রামকুমার মণ্ডল, ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ ও ক্যানিং থানার এসআই রাজ গুপ্তা। রুটমার্চের সময় গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁরা গ্রামবাসীদের অভয় বার্তা দিয়ে বলেছেন, এলাকায় কোনও প্রকার সমস্যা হলে আমাদের জানাবেন।

ক্যানিং মহকুমা এলাকায় এল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

উস্কানি মূলক প্ররোচনার ফাঁদে পা দেবেন না। ভোটের সময় নিজের ভোট নিজেই দেবেন।বিগত বিধানসভা নির্বাচন ও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী দিয়েই নির্বাচন হয়েছিল। নির্বাচন পরবর্তী সময়ে একাধিক অশান্তির ঘটনা ঘটেছিল। এমনকী কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে নির্বাচন সম্পন্ন হয়েছিল বলে বিরোধীরা অভিযোগ তুলেছিলেন।

ক্যানিং মহকুমা এলাকায় এল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

সেক্ষেত্রে বর্তমান লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করায় সাধাধারণ মানুষ থেকে শাসক, বিরোধী সকলেই খুশি।

Most Popular