Wednesday, May 15, 2024
spot_img
Homeজেলাকাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন জগদীশ

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন জগদীশ

প্রদীপকুমার সিংহ, সোনারপুর: আগে কেরলে শ্রমিকের কাজ করতে যেতেন। সম্প্রতি বাড়িতে ফেরেন। গ্রামের দুই বাসিন্দার সঙ্গে কাঁকড়া ধরতে গিয়েছিলেন সুন্দরবনের ঘন জঙ্গলে। সেখানে বাঘের হামলায় আহত হন তিনি। আহত ব্যক্তির নাম জগদীশ মণ্ডল। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ছোট মোল্লাখালি এলাকায়।

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন জগদীশ

চিকিৎসকদের প্রচেষ্টায় জীবন ফিরে পেলেন জগদীশবাবু৷ দীর্ঘ চিকিৎসার পর খানিকটা সুস্থ হয়ে শনিবার বাড়ি ফিরেছেন তিনি৷ খুশি পরিবার ও প্রতিবেশীরা৷ জগদীশবাবু জানান, আগে কেরলে শ্রমিকের কাজ করতেন৷ কিছুদিন হয়েছে বাড়ি ফিরে এসে এলাকার আরও কিছু মৎস্যজীবীর সঙ্গে মাছ ও কাঁকড়া ধরার কাজ শুরু করেছিলেন সংসার চালানোর জন্য।

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন জগদীশ

তিনি ও এলাকার আরও দু’জন গিয়েছিলেন কাঁকড়া ধরতে। ছোট মোল্লাখালি থেকে চামটার জঙ্গলে গিয়েছিলেন কাঁকড়া ধরতে। গত ১২ ফেব্রুয়ারি আচমকা তাঁর উপর বাঘ আক্রমণ করে। ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত পান তিনি। কোনও রকমে সঙ্গীদের চেষ্টায় বাঘের মুখ থেকে জীবন ফিরে পান তিনি।

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন জগদীশ

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে আসা হয় সোনারপুরের কালিকাপুরের একটি বেসরকারি নার্সিং হোমে। চিকিৎসার পর অবশেষে অনেকটাই সুস্থ হয়েছেন তিনি৷ চিকিৎসকরা জানান, খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন জগদীশবাবু তবে জগদীশবাবু জানান, বাড়িতে যাওয়ার পর কিছুদিন পরে ঠিক করবেন কী করবেন।

Most Popular