Wednesday, May 15, 2024
spot_img
Homeকলকাতাখোদ নবান্নে বাংলা ব্রাত্য, নজর নেই মুখ্যমন্ত্রীর

খোদ নবান্নে বাংলা ব্রাত্য, নজর নেই মুখ্যমন্ত্রীর

অশোক বন্দ্যোপাধ্যায়, কলকাতা:
বাংলার সংস্কৃতি র সার্বিক উন্নতির জন্য মুখ্যমন্ত্রীর আন্তরিক উদ্যোগ প্রশংসনীয়। এই বাংলা য় লেখা কবিতা, গল্প, গান, সিনেমা থেকে এর সৃষ্টির যত দিক রয়েছে- সব জায়গাতেই মুখ্যমন্ত্রীর চোখ। তবে এত কিছুর ভিতর যেখানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ক্ষেত্র খোদ নবান্নে র ভিতরের ছবির সঙ্গে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ কেমন যেন বেমানান লাগে।
খোদ নবান্নে বাংলা ব্রাত্য, নজর নেই মুখ্যমন্ত্রীর
নবান্নে একতলা থেকে একেবারে শীর্ষতল সব জায়গাতেই লিফটের বাইরে বাংলা শব্দের ব্যবহার নেই। সব জায়গাতেই ইংরাজীতে লেখা। সেখানে নজর করলে দেখা যাবে লিফটে উঠতে হলে কি কি নিয়ম মানতে হবে তার ফিরিস্তি সব ইংরেজীতে। কোন কোন তলায় লিফট থামবে তাও ইংরেজীতে। পাশের লিফটেও একই ছবি।
খোদ নবান্নে বাংলা ব্রাত্য, নজর নেই মুখ্যমন্ত্রীর
নবান্নে কর্মরত অনেকেই এ নিয়ে সন্তুষ্ট নন। বুধবার নবান্নে  ঢুকে এই অভিজ্ঞতা হল। লিফটের ভিতর অনেকে এ নিয়ে সমালোচনা করলেন। এক করণিক বলেই ফেললেন মুখ্যমন্ত্রী বাংলা ভাষা র সংরক্ষণ ও তাকে আরও কীভাবে উন্নতি করা যেতে পারেন, তা নিয়ে ভাবেন।
খোদ নবান্নে বাংলা ব্রাত্য, নজর নেই মুখ্যমন্ত্রীর
এজন্য তিনি ক্ষমতায় আসার পর বাংলা কবিতা, গল্প, সিনেমা, যাত্রা, লোকসংস্কৃতি নিয়ে কাজ করছেন।  নিজেও কত বই লিখেছেন। কিন্তু নবান্নের ভিতর দিক নির্দেশ এর স্হানগুলিতে বাংলা ব্রাত্য হয়ে রয়েছে। তার বড় উদাহরণ গোটা নবান্নের লিফটে ওঠার জন্য কি করতে হবে কি করতে হবে না তা সব ইংরেজী তে। কেন এটা হবে?
খোদ নবান্নে বাংলা ব্রাত্য, নজর নেই মুখ্যমন্ত্রীর
এর পাশাপাশি তা কি বাংলায় লেখা যেত না? এটা হলে সকলের সুবিধা হত। পাশাপাশি এ নিয়ে কেউ কখন প্রশ্ন তুলতে পারত না। কারণ দুটি ভাষাকে সম্মান দেওয়া হয়েছে। নবান্নে এ নিয়ে অনেকের সঙ্গে কথা হল। কেউ কেউ বলেছেন, এটা মুখ্যমন্ত্রীর নজরে আসেনি।
খোদ নবান্নে বাংলা ব্রাত্য, নজর নেই মুখ্যমন্ত্রীর
যদি তিনি জানতে পারতেন এমন বেমানান কাজ হয়েছে, তাহলে নিশ্চয়ই একটা পদক্ষেপ নিতেন। এই কারণে অনেকেই বলেছেন, বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনা জরুরি। যাতে বাংলা ভাষা কে এইভাবে নবান্নের ভিতর ব্রাত্য হয়ে না থাকতে হয়।

Most Popular