Monday, May 20, 2024
spot_img
Homeরাজ্যবেহাল রাস্তা, রোগীকে খাটিয়ায় চাপিয়ে নিয়ে যেত হল হাসপাতালে

বেহাল রাস্তা, রোগীকে খাটিয়ায় চাপিয়ে নিয়ে যেত হল হাসপাতালে

স্টাফ রিপোর্টার : বেহাল রাস্তার জেরে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুল্যান্সের বদলে ভরসা খাটিয়ায়।এমনই চিত্র দেখা গেল মুর্শিদাবাদ জেলার কান্দি থানার হিজল গ্ৰাম পঞ্চায়েতের ভবানন্দপুর গ্ৰামে।মুমূর্ষু রোগীকে বাঁশের তৈরি দোলনায় চাপিয়ে চারজন চারদিকে কাঁধ দিয়ে নিয়ে যাচ্ছেন চিকিৎসা করাতে।

বেহাল রাস্তা, রোগীকে খাটিয়ায় চাপিয়ে নিয়ে যেত হল হাসপাতালে

এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব সমাচার পত্রিকা।গ্রামবাসীদের অভিযোগ, বেহাল রাস্তার জেরে তাঁদের এলাকার উন্নতি যেমন হচ্ছে না তেমনই বঞ্চিতও হচ্ছেন একাধিক বিষয় থেকে। দুয়ারে রেশন চালু হলেও এলাকার বাসিন্দাদের বাড়িতে তা আসছে না।

বেহাল রাস্তা, রোগীকে খাটিয়ায় চাপিয়ে নিয়ে যেত হল হাসপাতালে

স্কুলের পড়াশোনাও ধাক্কা খাচ্ছে। রাস্তার বেহাল দশার কারণে সময়ে স্কুলে আসতে পারছেন শিক্ষকরা। মোটের উপর শিক্ষা থেকে স্বাস্থ্য সব কিছুতেই বঞ্চিত ভবানন্দপুর গ্ৰাম। সে কারণেই দ্রুত রাস্তা নির্মাণের দাবি আরও জোরালো হয়েছে। কান্দি শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে রয়েছে এই গ্রাম।

বেহাল রাস্তা, রোগীকে খাটিয়ায় চাপিয়ে নিয়ে যেত হল হাসপাতালে

তারপরেও উন্নয়ন যজ্ঞ থেকে কীভাবে বাদ পড়ছে এই গ্রাম সেই প্রশ্ন উঠছে। গ্রামবাসীরা ক্ষোভের সুরেই বলছেন, ভোট আসে ভোট যায়। প্রতিশ্রুতিও মেলে। কিন্তু, বদলায় না পরিস্থিতি।এদিকে এই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন কান্দির মহকুমা শাসক।

Most Popular

error: Content is protected !!