Monday, May 20, 2024
spot_img
Homeবিদেশভারত থেকে বন্ধ রপ্তানি, বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে ২০০!

ভারত থেকে বন্ধ রপ্তানি, বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে ২০০!

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত কোনও পেঁয়াজ পাঠানো হবে না বাংলাদেশে। আর এই খবরের জেরেই সে দেশের বাজারে পেঁয়াজের দাম চড়চড় করে বেড়ে ডবল সেঞ্চুরি হাঁকাল! এর আগে কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকার মধ্যে পেঁয়াজের দাম ঘোরাফেরা করছিল।

ভারত থেকে বন্ধ রপ্তানি, বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে ২০০!

কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানী ঢাকার বাজারগুলিতে প্রতি কেজি পেঁয়াজের ৮০ টাকা বেড়ে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বাংলাদেশে বছরে পেঁয়াজের চাহিদা ২৫ লক্ষ টনের বেশি। গত অর্থবছরে উৎপাদন হয়েছে ৩৬ লক্ষ টনের মতো।

ভারত থেকে বন্ধ রপ্তানি, বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে ২০০!

তবে খেত থেকে তুলে সংরক্ষণ করা পর্যন্ত প্রায় ৪০ শতাংশ পেঁয়াজ নষ্ট হয়। ফলে প্রতি বছর ১০ থেকে ১২ লক্ষ টন আমদানি করতে হয়, যার ৯০ শতাংশের বেশি আসে ভারত থেকে। এ জন্য ভারত পেঁয়াজের উপর কোনও ধরনের নিষেধাজ্ঞা দিলে তাৎক্ষণিকভাবে বাংলাদেশে প্রভাব পড়ে।

ভারত থেকে বন্ধ রপ্তানি, বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে ২০০!

যদিও কোনও দেশের সরকার অনুরোধ করলে ভারতের কেন্দ্রীয় সরকার রপ্তানির সুযোগ দিতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

Most Popular

error: Content is protected !!