Monday, May 20, 2024
spot_img
Homeদেশইজরায়েলে আটকে বহু ভারতীয়, খোলা হল কন্ট্রোল রুম

ইজরায়েলে আটকে বহু ভারতীয়, খোলা হল কন্ট্রোল রুম

সংবাদ সংস্থা: পেনাইজরায়েল ও প্যালেস্টাইনের পরিস্থিতির উপর নজর রাখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলল ভারত। এই কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্য নাগরিকদের দেওয়া হবে বলে জানা গিয়েছে।হামাস আগেই হামলা চালিয়েছিল ইজরায়েলের উপর। এবার ইজরায়েল পালটা হামলা চালানো শুরু করেছে।

ইজরায়েলে আটকে বহু ভারতীয়, খোলা হল কন্ট্রোল রুম

সব মিলিয়ে প্রায় ১২০০ ইজরায়েলির মৃত্যু হয়েছে। প্রায় ২৪০০ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৯৫০জন প্যালেস্টাইনের বাসিন্দার মৃত্যু হয়েছে বলে খবর। গাজায় ঘরছাড়া এক লক্ষ ৮৭ হাজার ৫০০ জন। তবে ইজরায়েলে থাকা ১৮০০০ ভারতীয়র মৃত্যুর খবর নেই। ওই ভারতীয়দের মধ্যে ৯০০ ভারতীয় পড়ুয়া, বয়স্কদের সহায়করা, ডায়মন্ডের ব্যবসায়ীরা, প্রযুক্তিবিদরা রয়েছেন। এদের মধ্যে বহু বাঙালি পড়ুয়াও রয়েছে বলে জানা গিয়েছে।

ইজরায়েলে আটকে বহু ভারতীয়, খোলা হল কন্ট্রোল রুম

তবে তাদের দেশে ফিরিয়ে আনার এখনই পরিল্পনা নেই। কারণ সেখান থেকে কিছু বলা হয়নি। মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ইজরায়েল- প্যালেস্টাইনের পরিস্থিতি নিয়ে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দেওয়ার জন্য এটা করা হয়েছে।

Most Popular

error: Content is protected !!