Tuesday, May 14, 2024
spot_img
Homeখেলাঅস্ট্রেলিয়ার বিরুদ্ধে শামির ৫ উইকেট, চিন্তা বাড়ল রোহিতদের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শামির ৫ উইকেট, চিন্তা বাড়ল রোহিতদের

সংবাদ সংস্থা: মহম্মদ সামি টিম ইন্ডিয়ার একাদশে এখন অটোমেটিক চয়েস কিনা, তা নিয়ে ধোঁয়াশা থাকেই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। সামিকে প্রাথমিক ভাবনায় রাখেনি টিম ম্যানেজমেন্ট। শেষ অবধি জসপ্রীত বুমরা ছিটকে যাওয়ায় সামিকে টিমে নিতে হয়।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শামির ৫ উইকেট, চিন্তা বাড়ল রোহিতদের

এ বারের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলানো হয়নি সামিকে। নেপাল ম্যাচে বুমরা না থাকায় সামিকে খেলানো হয়। একাদশে প্রত্যাবর্তনেই মোহালিতে অস্ট্রেলিয়াকে জোর ধাক্কা দিলেন সামি।শুক্রবার মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৫ উইকেট নিলেন মহম্মদ শামি।এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শামির ৫ উইকেট, চিন্তা বাড়ল রোহিতদের

প্রথম ওভারেই উইকেট নেন শামি। মাঝের ওভারে বল করতে এসে উইকেট পেয়েছেন। আবার ডেথ ওভারেও উইকেট নিয়েছেন শামি।১০ ওভারে ১টি মেডেন, ৫১ রান দিয়ে ৫ উইকেট নেন শামি।৫ অক্টোবর থেকে শুরু এক দিনের বিশ্বকাপ। ভারতের মাটিতে সেই প্রতিযোগিতায় তিন জন পেসার একসঙ্গে প্রথম একাদশে জায়গা পাবেন না।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শামির ৫ উইকেট, চিন্তা বাড়ল রোহিতদের

বুমরা খেলবেন বলেই ধরে নেওয়া হচ্ছে। সে ক্ষেত্রে শামি এবং সিরাজের মধ্যে এক জনকে খেলানো হবে। এশিয়া কাপের ফাইনালে ৬ উইকেট নেওয়ার পর পর মনে হয়েছিল সিরাজই জায়গা করে নিলেন বিশ্বকাপের প্রথম একাদশে। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে সুযোগ পেতেই দাপট দেখালেন শামি।বাংলার পেসারের ৫ উইকেট চাপ তৈরি করল সিরাজের উপর।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শামির ৫ উইকেট, চিন্তা বাড়ল রোহিতদের

বিশ্বকাপে এ বার ভারতীয় দলের দুই পেসারের মধ্যে দলে ঢোকার লড়াই হতে চলেছে। এই লড়াই দলের জন্য ভাল বলেই মনে করা হচ্ছে।এদিন অস্ট্রেলিয়াকে ৫০ ওভারে ২৭৬ রানে অলআউট করেছে ভারত। যদিও পত্রিকাটি মুদ্রণে যাওয়া পর্যন্ত খেলা চলছে।

Most Popular