Monday, May 20, 2024
spot_img
Homeদেশবিশ্বের তাবড়-তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে ফের মোদী

বিশ্বের তাবড়-তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে ফের মোদী

সংবাদ সংস্থা: বিশ্বের তাবড়-তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে জনপ্রিয়তার নিরিখে ফের শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।মার্কিন সংস্থা ‘মর্নিং কনসাল্ট’ -এর সমীক্ষা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। জনপ্রিয় নেতা হিসাবে নমো-র ঝুলিতে পড়েছে ৭৬ শতাংশ ভোট। তাঁর ধারে-কাছে নেই জো বাইডেন, ঋষি সুনকের মতো বিশ্বের শীর্ষস্থানীয় রাষ্ট্রনেতারা।

বিশ্বের তাবড়-তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে ফের মোদী

গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার-এর রিপোর্ট অনুসারে, বিশ্বের সর্বাধিক জনপ্রিয় নেতা হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন জানিয়েছেন ৭৬ শতাংশ মানুষ। তাঁর বিপক্ষে ভোট দিয়েছেন ১৮ শতাংশ মানুষ। আর ৬ শতাংশ মানুষ কোনও মতামত জানাননি।

বিশ্বের তাবড়-তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে ফের মোদী

জনপ্রিয় নেতা হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আলাইন বারসেট এবং মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। তাঁদের প্রাপ্ত ভোট যথাক্রমে ৬৪ শতাংশ ও ৬১ শতাংশ। এরপর চতুর্থ স্থানে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

বিশ্বের তাবড়-তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে ফের মোদী

তিনি পেয়েছেন ৪৯ শতাংশ সমর্থন। ৪৮ শতাংশ ভোট পেয়ে পঞ্চম স্থান পেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজ।অন্যদিকে, জনপ্রিয় নেতার তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পেয়েছেন সপ্তম স্থান। তাঁর প্রাপ্ত ভোট ৪০ শতাংশ। ৪২ শতাংশ সমর্থন পেয়ে তাঁর আগে ষষ্ঠ স্থান পেয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

বিশ্বের তাবড়-তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে ফের মোদী

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৩৭ শতাংশ ভোট নিয়ে দশম স্থান পেয়েছেন। আর ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক পেয়েছেন মাত্র ২৭ শতাংশ ভোট। ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁর স্থানও তালিকার নীচের দিকে, জনপ্রিয় নেতা হিসাবে তিনি মাত্র ২৪ শতাংশ সমর্থন পেয়েছেন।

বিশ্বের তাবড়-তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে ফের মোদী

এটা দেশবাসীর জীবনযাত্রার মান উন্নীত করার নিঃস্বার্থ প্রচেষ্টা ও তাঁর প্রতি জনগণের আস্থার বিশ্বব্যাপী স্বীকৃতি বলে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Most Popular

error: Content is protected !!