Sunday, April 28, 2024
spot_img
Homeদেশআর্থিক প্রতারণা মামলায় জেরার মুখে গোবিন্দা

আর্থিক প্রতারণা মামলায় জেরার মুখে গোবিন্দা

সংবাদ সংস্থা: ১০০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় গোবিন্দাকে জিজ্ঞাসাবাদ করবে ওড়িশা অর্থনৈতিক অপরাধ শাখা।জানা গিয়েছে, দেশজুড়ে ১০০০ কোটি টাকার অনলাইন পঞ্জি কেলেঙ্কারি তদন্তের বিষয়ে অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে।বেশ কয়েকটি দেশে ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের আড়ালে কেলেঙ্কারির জাল বিছিয়েছে সোলার টেকনো অ্যালায়েন্স নামে এক সংস্থা।

আর্থিক প্রতারণা মামলায় জেরার মুখে গোবিন্দা

অর্থনৈতিক অপরাধ শাখার দাবি, এই সংস্থার হয়ে বেশ কয়েকটি প্রচারমূলক ভিডিওয় অংশ নিয়েছেন গোবিন্দা। অর্থনৈতিক অপরাধ শাখার ইন্সপেক্টর জেনারেল জেএন পঙ্কজ জানিয়েছেন, খুব শিগগিরই ওড়িশা পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার একটি দল মুম্বইয়ে যাবে। গোবিন্দাকে জিজ্ঞাসাবাদ করবে তারা।

আর্থিক প্রতারণা মামলায় জেরার মুখে গোবিন্দা

ওড়িশা পুলিশ জানিয়েছে, ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের নামে ভদ্রক, কেওনঝর, বালেশ্বর, ময়ূরভঞ্জ এবং ভুবনেশ্বরের অন্তত ১০ হাজার মানুষের কাছ থেকে ৩০ কোটি টাকা তুলেছিল সংস্থাটি। ইতিমধ্যেই এই মামলার তদন্তে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে ওড়িশা পুলিশ।

Most Popular