Monday, May 20, 2024
spot_img
Homeবিদেশঘূর্ণিঝড়ের দাপটে লিবিয়ায় মৃত অন্তত ২০০০

ঘূর্ণিঝড়ের দাপটে লিবিয়ায় মৃত অন্তত ২০০০

সংবাদ সংস্থা: ঘূর্ণিঝড় ড্যানিয়েল প্রাণ কাড়ল অন্তত ২,০০০ জনের।লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বৃষ্টি ও বন্যায় প্রায় ২,‌০০০ মানুষের মারা যাওয়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

ঘূর্ণিঝড়ের দাপটে লিবিয়ায় মৃত অন্তত ২০০০

স্থানীয় লিবিয়ান ন্যাশনাল আর্মির মুখপাত্র আহমেদ মিসমারি জানিয়েছেন, শুধু দেরনা শহরেই অন্তত দুই হাজার মানুষ মারা গেছেন। নিখোঁজ পাঁচ থেকে ছয় হাজার মানুষ। ইতিমধ্যেই ওই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের দাপটে লিবিয়ায় মৃত অন্তত ২০০০

প্রশাসন জানিয়েছে, দেরনায় ভারী বর্ষণের জেরে বাঁধ ভেঙে গেছে। বাড়িঘর ও রাস্তা ধ্বংস হয়েছে। আল–বায়দা, দেরনা, আল–মারজ, তোবরুক, টেকনিস, আল–বায়দা, বাত্তাহ, আল–জাবাল আল–আখদার এবং পূর্বাঞ্চলীয় সমস্ত শহর ও গ্রাম প্লাবিত।

Most Popular

error: Content is protected !!