Monday, May 20, 2024
spot_img
Homeবিদেশস্কুলে বোরখা পরা নিষিদ্ধ করছে ফ্রান্স

স্কুলে বোরখা পরা নিষিদ্ধ করছে ফ্রান্স

সংবাদ সংস্থা: সরকারি স্কুলে মুসলিম ছাত্রীদের আবায়া বা বোরখা পরিধান নিষিদ্ধ করতে চলেছে ফ্রান্স। রবিবার সেদেশের শিক্ষামন্ত্রী একথা জানিয়েছেন।সেপ্টেম্বরেই শুরু হচ্ছে ফ্রান্সের নতুন স্কুল মরশুম। আর তা শুরুর আগেই এমন ঘোষণা করতে চলেছে ফরাসি প্রশাসন।

স্কুলে বোরখা পরা নিষিদ্ধ করছে ফ্রান্স

উল্লেখ্য, ২০০৪ সালে মাথার স্কার্ফ বা হিজাব পরা নিষিদ্ধ হয়েছিল ফ্রান্সের স্কুলে। পরে ২০১০ সালে জনসমক্ষে মুখঢাকা পোশাক পরাতেও জারি হয়েছিল নিষেধাজ্ঞা। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিলেন সেদেশের ৫০ লক্ষ মুসলিমরা। এর মধ্যেই এবার নিষিদ্ধ হল আবায়া।

স্কুলে বোরখা পরা নিষিদ্ধ করছে ফ্রান্স

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল জানিয়েছেন, ‘স্কুলে আর আবায়া পরা যাবে না। কেউ ক্লাসে এলে যেন তাদের পোশাক দেখে ধর্ম না বোঝা যায়। এমনটাই সিদ্ধান্ত নিয়েছি আমি।’

Most Popular

error: Content is protected !!