Sunday, April 28, 2024
spot_img
Homeবিনোদনজাতীয় পুরস্কারে সেরা বাংলার ‘কালকক্ষ’, বাজিমাত আলিয়া-কৃতি-আল্লুর

জাতীয় পুরস্কারে সেরা বাংলার ‘কালকক্ষ’, বাজিমাত আলিয়া-কৃতি-আল্লুর

সংবাদ সংস্থা : বৃহস্পতিবার ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করল কেন্দ্রীয় তথ্য-সম্প্রচারক মন্ত্রক। ৬৯ তম জাতীয় পুরস্কারে এবার সেরা বাংলা ছবির সম্মান ছিনিয়ে নিল শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পালের প্রথম ছবি ‘কালকক্ষ’। ১৯ অগস্ট, ২০২২, বাংলার বুকে মুক্তি পেয়েছিল ‘কালকক্ষ’।ইতিমধ্যেই বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘুরে এসেছে এই ছবি। বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে বলেও জানা গিয়েছে।বিধ্বস্ত মানুষের জীবন, তাঁদের অসহায়তা, মারণ রোগের প্রকোপ এবং চিকিৎসকদের অনস্বীকার্য ভূমিকা— করোনা পরিস্থিতি নিয়েই ছবির গল্প বুনেছেন পরিচালক জুটি।জাতীয় পুরস্কারে বাংলার হয়ে নজর কেড়ে স্বাভাবিকভাবেই আপ্লুত ছবির পরিচালক শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পাল।সেরা বাংলা ছবি ‘কালকক্ষ’ ছাড়াও বাংলা ছবি ‘ঝিল্লি’র ঝুলিতেও গিয়েছে ‘স্পেশ্যাল মেনশন’। সেরা হিন্দি ছবি হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছে ভিকি কৌশল অভিনীত ‘সর্দার উধম’। সেরা অভিনেত্রী হিসাবে প্রথম বার জাতীয় পুরস্কার পেয়েছে বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য সেরার স্বীকৃতি পেয়েছেন আলিয়া।সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছে ‘পুষ্পা’ খ্যাত অল্লু অর্জুন। অন্যদিকে, মিমি ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছে কৃতী স্যানন।সেরা সহ-অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ‘মিমি’ ছবির জন্য পেলেন এই সম্মান।সেরা সহ-অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কারপেয়েছে অভিনেত্রী পল্লবী জোশীর হাতে। ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ ছবির হাত ধরে এই সম্মান পেয়েছেন তিনি। সেরা জনপ্রিয় ছবি হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছে ‘আরআরআর’। অ্যাকশন ডিরেকশন, কোরিয়োগ্রাফি এবং স্পেশাল এফেক্টস বিভাগেও সেরার সম্মান পেয়েছে এই ছবি। সেরা ফিচার ছবি হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছে মাধবন অভিনীত ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’।নার্গিস দত্ত পুরস্কার পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’। ‘পুষ্পা’ ছবির জন্য সেরা সঙ্গীত পরিচালক হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছে দেবী শ্রী প্রসাদ।সেরা গায়িকা পুরস্কার পেয়েছে শ্রেয়া ঘোষাল।সেরা গায়ক পুরস্কার পেয়েছে কালা ভৈরব।

Most Popular