Monday, May 20, 2024
spot_img
Homeখেলাযে কোনও পজিশনে ব্যাট করার মতো খেলোয়াড় দরকার আমাদের, চার নম্বর পজিশন...

যে কোনও পজিশনে ব্যাট করার মতো খেলোয়াড় দরকার আমাদের, চার নম্বর পজিশন বললেন রোহিত

সংবাদ সংস্থা : এশিয়া কাপের দল ঘোষণার পরে ভারত অধিনায়ক রোহিত শর্মা চার নম্বর পজিশন নিয়ে মুখ খুললেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেবলমাত্র চার নম্বর নয়, যে কোনও ব্যাটিং অর্ডারে খেলার মতো ব্যাটার দরকার দলের।রোহিত বলেন, ”নির্দিষ্ট কোনও ব্যাটিং পজিশনে আমি স্বচ্ছন্দ, এমন কথা কেউ বলবে না।

যে কোনও পজিশনে ব্যাট করার মতো খেলোয়াড় দরকার আমাদের, চার নম্বর পজিশন বললেন রোহিত

যে কোনও পজিশনে ব্যাট করার মতো খেলোয়াড় দরকার আমাদের। শুধুমাত্র এখন নয়, অনেক দিন ধরেই এটাই চাইছে দল। দলের প্রত্যেকের কাছে বার্তাও পৌঁছে দেওয়া হয়েছে। এটা আন্তর্জাতিক ক্রিকেট, ক্লাব ক্রিকেট নয়। দরকারে যে কোনও সময়ে, যে কোনও পজিশনে খেলার জন্য তৈরি থাকতে হবে।

যে কোনও পজিশনে ব্যাট করার মতো খেলোয়াড় দরকার আমাদের, চার নম্বর পজিশন বললেন রোহিত

দলের প্রয়োজনে যে কোনও পজিশনে নামতে হতে পারে।” এশিয়া কাপের দলে ফিরেছেন লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার। রোহিত কিন্তু বারংবার বলছেন, একটা বিশেষ পজিশনে একজন নির্দিষ্ট প্লেয়ারকে পাঠিয়ে দলটাকে হ্যান্ডিক্যাপড করে দিতে চান না। রোহিত বলেছেন, ”একজন খেলোয়াড়কে একটি নির্দিষ্ট পজিশনে খেলাতে চাই না।

যে কোনও পজিশনে ব্যাট করার মতো খেলোয়াড় দরকার আমাদের, চার নম্বর পজিশন বললেন রোহিত

আমাদের প্লেয়ারদের থেকে সেরাটা বের করে নেওয়াই উদ্দেশ্য। দলে কারওরই সেট পজিশন নেই। প্লেয়ারদের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ব্যাটিং অর্ডার নমনীয় রাখাই আমাদের লক্ষ্য।”

Most Popular

error: Content is protected !!