Sunday, May 19, 2024
spot_img
Homeরাজ্য‘কোন অধিকারে তদন্ত?’ গরু পাচার মামলায় ইডিকে ভর্ৎসনা আদালতের

‘কোন অধিকারে তদন্ত?’ গরু পাচার মামলায় ইডিকে ভর্ৎসনা আদালতের

স্টাফ রিপোর্টার: গরু পাচার মামলার শুনানিতে বিচারকের ভর্ৎসনার মুখে পড়ল ইডি।গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল এবং সায়গল হোসেন গ্রেফতার হয়ে এখন তিহাড় জেলে বন্দি। এই মামলা আসানসোল থেকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে স্থানান্তর করার আবেদন করেন ইডির আইনজীবী।

‘কোন অধিকারে তদন্ত?’ গরু পাচার মামলায় ইডিকে ভর্ৎসনা আদালতের

তাতেই ক্ষোভপ্রকাশ করেন বিচারক রাজেশ চক্রবর্তী। শুনানির শুরুতেই বিচারক রাজেশ চক্রবর্তী ইডির আইনজীবীর কাছে জানতে চান, এখনও পর্যন্ত গরু পাচার মামলায় ঠিক কতগুলি চার্জশিট জমা দেওয়া হয়েছে। এর জবাবে সিবিআইয়ের তদন্তকারি অফিসার সুশান্ত ভট্টাচার্য জানান, একটি চার্জশিট এবং চারটি সাপ্লিমেন্টরি (অতিরিক্ত) চার্জশিট জমা দেওয়া হয়েছে।

‘কোন অধিকারে তদন্ত?’ গরু পাচার মামলায় ইডিকে ভর্ৎসনা আদালতের

বিচারক প্রশ্ন করেন, ‘‘কত জন সাক্ষী রয়েছেন এই মামলায়?’’ সুশান্ত জবাব দেন প্রায় পাঁচশো।এর পরেই বিচারক ইডির আইনজীবী অভিজিৎ ভদ্রকে প্রশ্ন করেন। তিনি বলেন, ‘‘এই মামলাটি আপনারা তদন্ত করছেন কোন অধিকারে? কেন্দ্রীয় সরকার কি আপনাদের কোনও ক্ষমতা দিয়েছে? যদি দিয়ে থাকে, তা হলে কাগজ দেখান।’’

‘কোন অধিকারে তদন্ত?’ গরু পাচার মামলায় ইডিকে ভর্ৎসনা আদালতের

তাঁর সংযোজন, ‘‘আপনারা কেন, এনআইএ বা অন্য কোনও সংস্থা দিয়ে কেন এই মামলার তদন্ত হবে না, ব্যাখ্যা করুন। এই মামলার অধিকাংশটাই এখানকার সিবিআই আদালতে শুনানি হচ্ছে। তা হলে কী ভাবে আপনারা নিজেদের ইচ্ছে মতো অন্য কোনও আদালতে এই মামলা নিয়ে যেতে চাইছেন?

‘কোন অধিকারে তদন্ত?’ গরু পাচার মামলায় ইডিকে ভর্ৎসনা আদালতের

তা-ও আবার পাঁচশো সাক্ষীকে সঙ্গে করে!’’ বিচারকের পর্যবেক্ষণ, এতে বিচার হবে না, দ্রুত ট্রায়ালও সম্ভব হবে না। আদালতের ফের প্রশ্ন, ‘‘ইডি কি এ ভাবে স্বতঃপ্রণোদিত ভাবে অন্য এজেন্সির মামলাকে অন্য কোনও আদালতে স্থানান্তরের জন্য আবেদন করতে পারে?’’

‘কোন অধিকারে তদন্ত?’ গরু পাচার মামলায় ইডিকে ভর্ৎসনা আদালতের

বিচারকের এই প্রশ্নবাণের কাছে ‘আত্মসমর্পণ’ করেন ইডির আইনজীবী। তিনি বিচারকের কাছে উপযুক্ত তথ্য নিয়ে আসার জন্য সময় চেয়েছেন। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২ সেপ্টেম্বর।

Most Popular

error: Content is protected !!