Monday, May 20, 2024
spot_img
Homeখেলাএশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব

এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব

সংবাদ সংস্থা : আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার সাকিব আল হাসান।চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। তাই সাকিবকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল।একেবারে এশিয়া কাপের আগে ওয়ানডে দলের অধিনায়কত্ব ফিরে পেলেন সাকিব।

এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব

এশিয়া কাপের পরেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে বাংলাদেশ। তারপর শুরু হবে বিশ্বকাপ। তাই কড়া চ্যালেঞ্জ রয়েছে সাকিবের সামনে। প্রসঙ্গত, এই মুহূর্তে টেস্ট, টি২০ ও ওয়ানডে–তিন ঘরানাতেই বাংলাদেশের অধিনায়ক সাকিব।এর আগে ২০০৯ থেকে ২০১১ অবধি বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্ব ছিলেন সাকিব।

এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব

তাঁর অধিনায়কত্বে ৪৯ ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছিল ২২ ম্যাচ। এরপর ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে আরও তিনটি একদিনের ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। এছাড়া ১৯ টেস্ট ও ৩৯ খানা টি২০ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাকিব।

Most Popular

error: Content is protected !!