Tuesday, May 7, 2024
spot_img
Homeরাজনীতিভোট এলেই কেন পায়ে আঘাত? মমতার চোট নিয়ে প্রশ্ন সুকান্ত-সেলিমের

ভোট এলেই কেন পায়ে আঘাত? মমতার চোট নিয়ে প্রশ্ন সুকান্ত-সেলিমের

মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একসুরে প্রশ্ন তুলেছে বিরোধীরা।রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের প্রশ্ন, “ভোট এলেই কেন বারবার পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী? বারবার পায়ে চোট মানেই শুভ লক্ষণ নয়,” এরপরই যোগ করেন, “সবথেকে বড় চোট কোথায় জানেন, তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী।

ভোট এলেই কেন পায়ে আঘাত? মমতার চোট নিয়ে প্রশ্ন সুকান্ত-সেলিমের

প্রধানমন্ত্রী যা বলেছেন, তাতে মুখ্যমন্ত্রীর রক্তচাপ বাড়ার কথা ছিল।” তবে মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতাও কামনা করেন সুকান্ত। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের গলাতেও একই সুর। বলেন, “মাটিতে পা রেখে চলতে শিখুন। নির্বাচনের আগে দুর্ঘটনা কেন হয়?”

ভোট এলেই কেন পায়ে আঘাত? মমতার চোট নিয়ে প্রশ্ন সুকান্ত-সেলিমের

উল্লেখ্য, এর আগে একুশের বিধানসভা ভোটের প্রচারে পা ভেঙেছিল মুখ্যমন্ত্রীর। ২০২১-এর ১০ মার্চ নন্দীগ্রামে আহত হন তিনি। সে সময় চোটের জন্য বিজেপিকেই কাঠগড়ায় তুলেছিলেন তিনি। এরপর পায়ে প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে বসেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার চালান মমতা।

ভোট এলেই কেন পায়ে আঘাত? মমতার চোট নিয়ে প্রশ্ন সুকান্ত-সেলিমের

বিরোধীদের উদ্দেশে সেসময় হুঙ্কার দিয়েছিলেন, ‘ভাঙা পায়ে খেলা হবে।’ এবার উত্তরবঙ্গে প্রচারে গিয়ে চোট পাওয়ায় সেই স্মৃতিই ফিরল বঙ্গ রাজনীতিতে।আর তাতেই প্রশ্ন তুললেন বিরোধীরা।

Most Popular