Tuesday, May 7, 2024
spot_img
Homeরাজনীতি৭ স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট, ব্যাবহার করা যাবে না সিভিক...

৭ স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট, ব্যাবহার করা যাবে না সিভিক ভলেন্টিয়ার্সকে: হাইকোর্ট

স্টাফ রিপোর্টার: বাড়ল না পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রক্রিয়ার সময়সীমা।তবে পঞ্চায়েত ভোটে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর পক্ষেই মত দিল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময়সীমা বাড়ানোর আরজি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা।

৭ স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট, ব্যাবহার করা যাবে না সিভিক ভলেন্টিয়ার্সকে: হাইকোর্ট

তাঁদের আরও দাবি ছিল, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। সেই মামলার প্রেক্ষিতে মঙ্গলবার ছিল পঞ্চায়েত ভোট নিয়ে জনস্বার্থ মামলার রায় ঘোষণা। শুক্রবার এবং সোমবার এই মামলার শুনানি হয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। তার পর রায়দান স্থগিত রাখা হয়েছিল।

৭ স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট, ব্যাবহার করা যাবে না সিভিক ভলেন্টিয়ার্সকে: হাইকোর্ট

তার পর আদালতের রায়ের অপেক্ষা করছিল, শাসক থেকে বিরোধী সমস্ত পক্ষই। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ আদালত এই মামলার রায় ঘোষণা করে। আদালত তার নির্দেশে, যে বিজ্ঞপ্তি জারি করেছিল কমিশন, তা-ই বলবৎ রেখেছে। অর্থাৎ মনোনয়ন পেশের সময়সীমা ও পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট একই থাকছে।

৭ স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট, ব্যাবহার করা যাবে না সিভিক ভলেন্টিয়ার্সকে: হাইকোর্ট

তবে হাইকোর্ট নির্বাচনের বিষয়ে কোনো হস্তক্ষেপ না করলেও নিরাপত্তার প্রশ্নে হস্তক্ষেপ করেছে। আদালত তার নির্দেশে জানিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে স্পর্শকাতর ৭টি জেলায়(পূর্ব মেদিনীপুর,বীরভূম,উত্তর চব্বিশ পরগনার একাংশ,দক্ষিণ চব্বিশ পরগনা,জলপাইগুড়ি,হুগলি,মুর্শিদাবাদ)কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দেওয়া হয়েছে। বাকি জেলার ক্ষেত্রে পরিস্থিতির পর্যালোচনা করে তারপর কমিশন কেন্দ্রীয় বাহিনী চাইতে পারে।

৭ স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট, ব্যাবহার করা যাবে না সিভিক ভলেন্টিয়ার্সকে: হাইকোর্ট

কমিশন বাহিনী চাইলে কেন্দ্রীয় সরকার বাহিনী পাঠাবে। আদালত জানিয়েছে, নির্বাচন কমিশনের ভয়মুক্ত পরিবেশে ভোট করানো উচিত। কমিশনের উচিত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। রাজ্য পুলিশের ঘাটতিও রয়েছে। তাই পর্যাপ্ত নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন বলে মনে করা হচ্ছে। কেন্দ্র সরকারের উচিত রাজ্য যা বাহিনী চাইবে তা দেওয়ার।কেন্দ্রীয় বাহিনীর খরচ রাজ্য দেবে না।

৭ স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট, ব্যাবহার করা যাবে না সিভিক ভলেন্টিয়ার্সকে: হাইকোর্ট

কেন্দ্রকেই দিতে হবে।পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হয়নি। এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশনই। রাজ্যের পঞ্চায়েত আইন অনুযায়ী পদক্ষেপ করবে নির্বাচন কমিশন।অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরুর আর্জি জানানো হয়েছিল।

৭ স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট, ব্যাবহার করা যাবে না সিভিক ভলেন্টিয়ার্সকে: হাইকোর্ট

আদালতের নির্দেশ, সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।সেইসঙ্গে কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, সমস্ত বুথে সিসিটিভি লাগাতে হবে। যেখানে সিসিটিভি লাগবে না সেখানে ভিডিওগ্রাফি করতে হবে। ভোট প্রক্রিয়ার রেকর্ড সংরক্ষণ রাখতে হবে।হাইকোর্ট নির্দেশ দিয়েছে, কোনোভাবেই সিভিক পুলিশকে ব্যবহার করা যাবে না ভোট প্রক্রিয়ায়।

৭ স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট, ব্যাবহার করা যাবে না সিভিক ভলেন্টিয়ার্সকে: হাইকোর্ট

মনোনয়ন থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া, কোথাও রাখা যাবে না সিভিককে।তবে চুক্তিভিত্তিক কর্মী এবং এনসিসি ছেলেদের চতুর্থ পোলিং অফিসারের পরবর্তী কোনও পদে কাজে লাগাতে পারে রাজ্য।কমিশনকে আদালতের নির্দেশ, পোলিং অফিসারকে যথাযথ নিরাপত্তা দিতে হবে। যদি কোথাও সম্ভব না হয় তাহলে রাজ্য পুলিশকে তার দায়িত্ব নিতে হবে।

৭ স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট, ব্যাবহার করা যাবে না সিভিক ভলেন্টিয়ার্সকে: হাইকোর্ট

যদি মানা না হয় তাহলে কড়া পদক্ষেপ করার কথাও বলা হয়েছে আদালতের রায়ে।কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ভোট গণনার সময়েও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখতে হবে। তিনটি স্তরের গণনা একসঙ্গে করেত হবে বলে জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্ট।

Most Popular