Sunday, May 19, 2024
spot_img
Homeরাজ্যনবজোয়ারের সমাপ্তি মঞ্চে কাকদ্বীপে থাকবেন মমতা- অভিষেক

নবজোয়ারের সমাপ্তি মঞ্চে কাকদ্বীপে থাকবেন মমতা- অভিষেক

স্টাফ রিপোর্টার: আগামী ১৬ জুন কাকদ্বীপে ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচির সমাপ্তি সভাতে আবার একমঞ্চে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার নন্দীগ্রাম কলেজ মাঠে একান্ত আলাপচারিতায় একথা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নবজোয়ারের সমাপ্তি মঞ্চে কাকদ্বীপে থাকবেন মমতা- অভিষেক

গত ২৫ এপ্রিল কোচবিহার থেকে শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি। মোট ১৫ টি জেলা ঘোরা হয়ে গিয়েছে। এই মুহূর্তে অভিষেক রয়েছেন রাজ্য রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা নন্দীগ্রামে। শুক্রবার সেখানেই ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে একান্ত আলাপচারিতায় অভিষেক জানিয়েছেন, নন্দীগ্রামে তাঁর ২০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় এত মানুষের ভিড় দেখে উচ্ছ্বসিত তৃণমূল নেত্রী।

নবজোয়ারের সমাপ্তি মঞ্চে কাকদ্বীপে থাকবেন মমতা- অভিষেক

পদযাত্রা শেষের পর তাঁকে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, নন্দীগ্রামে বিকেল থেকে রাত পর্যন্ত মিছিলে এত জনজোয়ার দেখে তিনি দারুণ খুশি। অভিষেক এও বলেন, তিনি দলনেত্রীকে জানিয়েছেন যে এখন নন্দীগ্রামের মানুষ সাহস করে বাইরে বেরিয়ে আসছেন।

নবজোয়ারের সমাপ্তি মঞ্চে কাকদ্বীপে থাকবেন মমতা- অভিষেক

এমনকী রাত সাড়ে দশটাতেও ৬০ থেকে ৭০ হাজার মানুষ টেঙ্গুয়া মোড়ে পদযাত্রায় যোগ দিয়েছেন। এদিনের একান্ত আলাপচারিতায় শুভেন্দু অধিকারীর নাম না করে অভিষেকের মন্তব্য, এখন আর কেউ ‘গদ্দার’দের চাইছে না। চাইছে, যত তাড়াতাড়ি ‘গদ্দার’রা বিদায় নেয়।

নবজোয়ারের সমাপ্তি মঞ্চে কাকদ্বীপে থাকবেন মমতা- অভিষেক

এর আগে মালদহ এবং শালবনির মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছিল দু’জনকে। একমঞ্চে বক্তব্য রেখেছিলেন মমতা ও অভিষেক।১৬ জুন কাকদ্বীপে আবার একই ছবি দেখা যাবে।

Most Popular

error: Content is protected !!