Sunday, May 12, 2024
spot_img
Homeরাজ্য১০ কোটিরও বেশি পরিষেবা বাংলা সহায়তা কেন্দ্র থেকে, উচ্ছ্বসিত মমতা

১০ কোটিরও বেশি পরিষেবা বাংলা সহায়তা কেন্দ্র থেকে, উচ্ছ্বসিত মমতা

স্টাফ রিপোর্টার: বাংলা সহায়তা কেন্দ্র থেকে ১০ কোটিরও বেশি পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই সাফল্যের জন্য রাজ্যবাসী ও বাংলা সহায়তা কেন্দ্রের টিমকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১০ কোটিরও বেশি পরিষেবা বাংলা সহায়তা কেন্দ্র থেকে, উচ্ছ্বসিত মমতা

সোমবার টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে রাজ্যবাসীর কাছে ১০ কোটিরও বেশি পরিষেবা পৌঁছে দিতে পেরেছে সরকার। এই সংখ্যাই প্রমাণ করে দিচ্ছে কীভাবে তৃণমূল স্তর পর্যন্ত বিনামূল্যে সরকারি পরিষেবা প্রদানে বদ্ধপরিকর প্রশাসন।”

১০ কোটিরও বেশি পরিষেবা বাংলা সহায়তা কেন্দ্র থেকে, উচ্ছ্বসিত মমতা

এর পরই বাংলা সহায়তা কেন্দ্রের সঙ্গে যুক্ত কর্মীদের ধন্যবাদ জানান তিনি। মুখ্যমন্ত্রীর আশা, এভাবেই মানুষকে পরিষেবা দিতে নিরলস প্রয়াস চালিয়ে যাবেন কর্মীরা।

Most Popular