Friday, April 26, 2024
spot_img
Homeদেশ২ হাজারের নোট বদলাতে লাগবে না পরিচয়পত্র, জানাল এসবিআই

২ হাজারের নোট বদলাতে লাগবে না পরিচয়পত্র, জানাল এসবিআই

সংবাদ সংস্থা : ব্যাঙ্কে ২,০০০ টাকার নোট পালটাতে কোনও পরিচয়পত্র লাগবে না। এমনই জানাল ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। রবিবার এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, কোনও রিক্যুইজিশন স্লিপ (আবেদনপত্র) ছাড়াই একলপ্তে সর্বোচ্চ ২০,০০০ টাকার মূল্যের ২,০০০ টাকার নোট ব্যাঙ্কে পালটানো যাবে।

২ হাজারের নোট বদলাতে লাগবে না পরিচয়পত্র, জানাল এসবিআই

সেইসঙ্গে কোনও পরিচয়পত্র লাগবে না বলে জানিয়েছে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই।আরও জানা গিয়েছে, কোনও একটি ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলেও সেই ব্যাংকের শাখায় গিয়ে ২ হাজার টাকার নোট পালটানো যাবে। একবারে মোট ২০ হাজার মূল্যের নোট বদল করতে পারবেন আমজনতা।

২ হাজারের নোট বদলাতে লাগবে না পরিচয়পত্র, জানাল এসবিআই

সূত্র মারফত আরও জানা গিয়েছে, ৩০ সেপ্টেম্বরের পরেই এই নোট বদলের সময়সীমা বাড়াতে পারে রিজার্ভ ব্যাংক নোট পালটানোর ক্ষেত্রে কোনও বিশেষ চার্জ দিতে হবে না বলেও জানানো হয়েছে। রিজার্ভ ব্যাংকের নির্দেশ, নোট পালটাতে আসা প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা রাখতে হবে।

Most Popular