Sunday, May 19, 2024
spot_img
Homeরাজ্যনামল বৃষ্টি, চলবে সোমবার পর্যন্ত

নামল বৃষ্টি, চলবে সোমবার পর্যন্ত

স্টাফ রিপোর্টার: বৃষ্টি নামল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃহস্পতিবার কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়ার একাংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। কয়েকটি জায়গায় ঝড়ও হয়েছে।আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে।

নামল বৃষ্টি, চলবে সোমবার পর্যন্ত

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও।তবে, শুক্রবার এবং শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম।শনিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রবিবার এবং সোমবার এই দু’দিন আবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া দফতরের।

নামল বৃষ্টি, চলবে সোমবার পর্যন্ত

৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, শুক্রবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও। তবে, শনিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কমে আসতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Most Popular

error: Content is protected !!