Sunday, May 19, 2024
spot_img
Homeজেলালক্ষ্মীর ভাণ্ডারের টাকায় স্বাবলম্বী হওয়ার চেষ্টা, স্ত্রীকে সন্দেহ, বিতাড়নের নালিশ স্বামীর বিরুদ্ধে

লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় স্বাবলম্বী হওয়ার চেষ্টা, স্ত্রীকে সন্দেহ, বিতাড়নের নালিশ স্বামীর বিরুদ্ধে

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকা দিয়ে নিজের পায়ে দাঁড়াতে গিয়ে স্বামীর রোষে পড়লিন স্ত্রী। আর তাতেই স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন স্বামী। এমন ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার শিখরবালির পালপাড়া এলাকায়।

লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় স্বাবলম্বী হওয়ার চেষ্টা, স্ত্রীকে সন্দেহ, বিতাড়নের নালিশ স্বামীর বিরুদ্ধে

স্ত্রী শুভশ্রী পাল মঙ্গলবার বারুইপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকায় নিজের পায়ে দাঁড়াতে চেয়ে স্বামীর অজান্তে পার্লারে কাজ শিখছিলেন স্ত্রী। এতে তার সন্দেহ হয়। রাতে স্বামী বাড়ি থেকে স্ত্রীকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ।শুভশ্রী জানান, বারুইপুরের শিখরবালি ১ নম্বর পঞ্চায়েতের পালপাড়ায় তাঁর শ্বশুরবাড়ি।

লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় স্বাবলম্বী হওয়ার চেষ্টা, স্ত্রীকে সন্দেহ, বিতাড়নের নালিশ স্বামীর বিরুদ্ধে

বাপের বাড়ি মগরাহাট থানা মোল্লারচক এলাকায়। স্বামী অমরনাথ পালের সঙ্গে ১৪ বছর আগে বিয়ে হয়েছে। দেখাশোনা করেই বিয়ে হয়। সাড়ে বারো বছরের একটি পুত্রসন্তানও আছে তাঁদের। সে ক্লাস সেভেনে পড়ে। স্ত্রীকে বাড়ির বাইরে বেরোতেই দেয় না স্বামী। বাজে বাজে কথা বলে দিনের পর দিন। বাড়ির লোকের সঙ্গে ফোনে কথা বললে সন্দেহ করে।

লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় স্বাবলম্বী হওয়ার চেষ্টা, স্ত্রীকে সন্দেহ, বিতাড়নের নালিশ স্বামীর বিরুদ্ধে

তিনি লুকিয়ে নিজের জন্যই লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় পার্লারের কাজ শিখছিলেন। সেটাই তাঁর অপরাধ। তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চলতে থাকে। তাও মুখ বুজে ছিলেন। শেষে রাতে বাড়ি থেকে বের করে দিল স্বামী। এতে মদত দিল শ্বশুরবাড়ির লোকজন। শুভশ্রীর মা পুষ্প পাল বলেন, চোখের অপারেশনের জন্য মেয়ের বাড়িতে একমাস হল এসেছি।

লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় স্বাবলম্বী হওয়ার চেষ্টা, স্ত্রীকে সন্দেহ, বিতাড়নের নালিশ স্বামীর বিরুদ্ধে

জামাইয়ের অত্যাচার বন্ধ হচ্ছিল না। কিছুদিন আগে পাড়ার লোকের সঙ্গে এই অশান্তি নিয়ে বসেছিল। তাতে কোন সুরাহা হয়নি। সোমবার রাতে অশান্তি চরমে ওঠে। বাড়ি থেকে স্বামী স্ত্রীকে এবং শাশুড়িকে বের করে দেয়। মঙ্গলবার বারুইপুর থানায় স্ত্রী শুভশ্রী পাল অভিযোগ দায়ের করেন।

Most Popular

error: Content is protected !!