Sunday, May 19, 2024
spot_img
Homeরাজ্যতিহাড় থেকে আসানসোলে ফিরতে চেয়ে আদালতে দ্বারস্থ অনুব্রত

তিহাড় থেকে আসানসোলে ফিরতে চেয়ে আদালতে দ্বারস্থ অনুব্রত

স্টাফ রিপোর্টার : তিহাড় থেকে আসানসোলে ফিরতে চেয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল।জানা গিয়েছে, শনিবারই অনুব্রত মণ্ডলের আইনজীবী তাঁর মক্কেলের আসানসোলে জেলে ফেরার আবেদন জানিয়েছেন রাউস অ্যাভিনিউ কোর্টে। যদিও কেন তিহাড় জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার আগেই আসানসোল জেলে ফেরার আবেদন জানাচ্ছেন অনুব্রত, তা স্পষ্ট নয়। আগামী ৩ এপ্রিল রাউস অ্যাভিনিউ কোর্টে রঘুবীর সিংয়ের বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে।

তিহাড় থেকে আসানসোলে ফিরতে চেয়ে আদালতে দ্বারস্থ অনুব্রত

সেদিনই অনুব্রতর তিহাড়ে না থাকার ইচ্ছার কারণ যাবে বলে মনে করা হচ্ছে। অনুব্রত মণ্ডলকে বর্তমানে ১৩ দিনের জন্য তিহাড় জেলে রাখার নির্দেশ দিয়েছে আদালত।তাৎপর্যপূর্ণভাবে, অনুব্রতর ১৩ দিনের জেল হেফাজতের মেয়াদ সেদিনই শেষ হচ্ছে।কিন্তু, ১৩ দিন দূর অস্ত, ৪ দিন পেরোনোর আগেই আসানসোল জেলে ফিরতে চেয়ে আদালতের দ্বারস্থ হলেন কেষ্ট। যদিও জেল হেফাজতের মেয়াদ শেষের দিনই এই মামলার শুনানি হবে।

Most Popular

error: Content is protected !!