Thursday, April 25, 2024
spot_img
Homeকলকাতাএখনই বন্ধ নয় হুক্কা বার! আগের রায়ই বহাল রাখল হাইকোর্ট

এখনই বন্ধ নয় হুক্কা বার! আগের রায়ই বহাল রাখল হাইকোর্ট

স্টাফ রিপোর্টার: আপাতত বন্ধ হচ্ছে না কলকাতা শহরের কোনও হুক্কা বার।হুক্কা বার বন্ধ নিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চের রায়ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার হুক্কা বার বন্ধ নিয়ে কলকাতা হাই কোর্টের একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করে কলকাতা পুরসভা।

এখনই বন্ধ নয় হুক্কা বার! আগের রায়ই বহাল রাখল হাইকোর্ট

আর্জিতে বলা হয়, শহরের সমস্ত হুক্কা বার বন্ধের নির্দেশ দিক আদালত। তবে বুধবার এই শুনানিতে হুক্কা বার মালিক পক্ষের আইনজীবী মেঘলা দাস যুক্তি দেন এমন কোনও আইন নেই, যার বলে ওই বারগুলি বন্ধ করা যাবে। টানা সওয়াল-জবাবের পর একক বেঞ্চের নির্দেশই বহাল রাখে আদালত।

এখনই বন্ধ নয় হুক্কা বার! আগের রায়ই বহাল রাখল হাইকোর্ট

বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশ, আগামী ৩ সপ্তাহের মধ্যে কলকাতা পুরসভাকে পেপারবুক জমা দিতে হবে। ৬ সপ্তাহ পর আবার মামলাটির শুনানি জন্য হবে।

Most Popular